সিলেট বিভাগ

সংক্ষপ্তি বিবরন
বাংলাদেশের প্রাকৃতিক সম্পদেও সমৃদ্ধময় প্রাচীন জনপদ সিলেট বিভাগ। অবারিত সবুজ আর উচু উচু পাহাড়ের অপরুপ সৈন্দর্যে সিলেট বিভাগ হয়ে উঠেছে উজ্জল ও প্রানবন্ত। স্বাধীনতা সংগ্রামে সিলেট বিভাগের জনগনের ভুমিকা ইতিহাস খ্যাত।

সিমানা: সিলেট বিভাগের উত্তরে ভারতের আসাম রাজ্য, দক্ষিনে চট্টগ্রাম ও ঢাকা বিভাগ। পূর্বে ভারতের আসাম রাজ্য এবং পশ্চিমে ঢাকা বিভাগ অবস্থিত।

আয়তন: সিলেট বিভাগের আয়তন প্রায় বার হাজার সাতশত সতের বর্গ কিলোমিটার।

জনসংখ্যা: সিলেট বিভাগের জনসংখ্যা প্রায় সত্তর লক্ষ বাহাত্তর হাজার জন।

জেলা: সিলেট বিভাগ মাত্র চারটি জেলা নিয়ে গঠিত। জেলা গুলো হল:
১.    সিলেট
২.    সুনামগঞ্জ
৩.    মৌলভীবাজার এবং
৪.    হবিগঞ্জ

No comments:

Post a Comment