Human brain's vision map

The modern map of the representation of vision in the brain is compared to the 1918 original.
Nearly 100 years after a British neurologist first mapped the blind spots caused by missile wounds to the brains of soldiers, Perelman School of Medicine researchers at the University of Pennsylvania have perfected his map using modern-day technology. Their results create a map of vision in the brain based upon an individual's brain structure, even for people who cannot see. Their result can, among other things, guide efforts to restore vision using a neural prosthesis that stimulates the surface of the brain.
The study appears in the latest issue of Current Biology, a Cell Press journal.
Scientists frequently use a brain imaging technique called functional MRI (fMRI) to measure the seemingly unique activation map of vision on an individual's brain. This fMRI test requires staring at a flashing screen for many minutes while brain activity is measured, which is an impossibility for people blinded by eye disease. The Penn team has solved this problem by finding a common mathematical description across people of the relationship between visual function and brain anatomy.
"By measuring brain anatomy and applying an algorithm, we can now accurately predict how the visual world for an individual should be arranged on the surface of the brain," said senior author Geoffrey Aguirre, MD, PhD, assistant professor of Neurology. "We are already using this advance to study how vision loss changes the organization of the brain."
The researchers combined traditional fMRI measures of brain activity from 25 people with normal vision. They then identified a precise statistical relationship between the structure of the folds of the brain and the representation of the visual world.
"At first, it seems like the visual area of the brain has a different shape and size in every person," said co-lead author Noah Benson, PhD, post-doctoral researcher in Psychology and Neurology. "Building upon prior studies of regularities in brain anatomy, we found that these individual differences go away when examined with our mathematical template."
A World War I neurologist, Gordon Holmes, is generally credited with creating the first schematic of this relationship. "He produced a remarkably accurate map in 1918 with only the crudest of techniques," said co-lead author Omar Butt, MD/PhD candidate in the Perelman School of Medicine at Penn. "We have now locked down the details, but it's taken 100 years and a lot of technology to get it right."
The research was funded by grants from the Pennsylvania State CURE fund and the National Institutes of Health.

কেমোথেরাপির পরেও স্তন ক্যানসার ফিরে আসার উত্তর মিলল

Normal breast with non–invasive ductal carcinoma in situ (DCIS) in an enlarged cross–section of the duct.
কেন কেমোথেরাপির পরেও বহু ক্ষেত্রে স্তন ক্যানসার ফিরে আসে? কেন স্তন ক্যানসারের বহু রোগী সেরে ওঠার বছর কয়েকের মধ্যে ফের আক্রান্ত হন? এই প্রশ্নের উত্তর এবং তা প্রতিরোধের পথ খুঁজে পেয়েছে কলকাতার একদল গবেষক।
আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অঙ্কোলজির জার্নালে এবং স্তন ক্যানসার-সংক্রান্ত আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ক্লিনিক্যাল ব্রেস্ট ক্যানসার-এ তাদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।
প্রশ্নটির উত্তরের ইঙ্গিত ছিল ২০০৮ সালে মার্কিন বিজ্ঞানীদের এক গবেষণায়। স্তন ক্যানসার ফিরে আসার পেছনে তাঁরা দেখেন বিশেষ ধরনের স্টেম সেলের ভূমিকা রয়েছে। কিন্তু তা নির্দিষ্টভাবে জানা যায়নি।
এবার কলকাতার একদল চিকিৎসক সেই সমাধান দিল। ব্রেস্ট ইন্টার গ্রুপ অব ইস্টার্ন ইন্ডিয়ার (বিইজিইই) ওই সদস্যদের গবেষণায় স্তন ক্যানসারে আক্রান্ত রোগীদের ৯০ শতাংশের মধ্যেই বিশেষ স্টেম সেলটির অস্তিত্ব ধরা পড়ে।
গবেষক দলের সদস্য আশিস মুখোপাধ্যায় বলেন, ‘সাধারণত যে অঙ্গের ক্যানসারে যে ধরনের কেমো ব্যবহারের চল নেই, আমরা সেটাই প্রয়োগ করি। যেমন: স্তন ক্যানসারে প্লাটিনাম গ্রুপের কেমো দেওয়া হয় না। কিন্তু এ ক্ষেত্রে দেখা যায়, ২০ শতাংশ ক্ষেত্রে সেটাই কাজ করছে! বাকি ক্ষেত্রে কেমোর বদলে ব্যবহার করা হয়েছে ক্যানসারের জিন প্রতিহত করার ওষুধ। তাতেও আশানুরূপ ফল এসেছে।’
ক্যানসারের চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, আধা ঘুমন্ত কিছু ক্যানসার কোষ, যারা কেমোথেরাপিতেও মরে না, উপযুক্ত পরিবেশ তাদের আবার জাগিয়ে তুলতে পারে। আবার মাথা চাড়া দিতে পারে মারণ রোগ। তাই এমন কেমো প্রয়োজন, যা ওই কোষগুলোকেও মারবে।
উপযুক্ত পরিবেশ বলতে কী বোঝায়?
সুবীরের ব্যাখ্যা, এটি জিনগত বা হরমোন-সংক্রান্ত কারণ থাকতে পারে। দায়ী হতে পারে খাদ্যাভ্যাসও। স্তন ক্যানসার ‘ফিরে আসার’ নেপথ্যে যারা, সেই স্টেম সেলগুলো চিহ্নিত করা যাবে কীভাবে? আশিস বলেন, ফ্লোসাইটোমেট্রি নামের যন্ত্রে স্তনের টিস্যু পরীক্ষা করে তা সম্ভব। কিন্তু কোনো নারীর স্তন অস্ত্রোপচার করে বাদ দেওয়ার পরে ওই কোষের অস্তিত্ব বোঝা যাবে? তাঁর জবাব, তখন স্তনের টিস্যু পাওয়া না গেলেও বোন ম্যারো পরীক্ষায় তার অস্তিত্ব টের পাওয়া যাবে।
আপাতত খুব কম জায়গায় এই পদ্ধতি চালু রয়েছে। ডা. আশিস বলেন, প্রথমে রুটিন কেমোথেরাপি দিয়ে রোগ আটকানোর চেষ্টা করা যেতে পারে। তার দুই-তিন সপ্তাহ বাদে বিকল্প ব্যবস্থা হবে। বিকল্প ওষুধটা ঠিক হবে স্টেম সেল পরীক্ষার পরে। তাতে সপ্তাহ দুয়েক সময় লাগতে পারে।

Let your home blossom this Eid

l
eaning and preparing the house for Eid day can be a frantic and frenzied task, especially if you are a busy mum with loads to do both at home and beyond. As the hectic days of Ramadan pass by in a mad rush, one is seldom left with time to think about ways of making their homes look appealing during Eid day. For such individuals, shortcuts to home décor for Eid are the way to go.
One such element that can readily transform your home from a dull and drab dwelling to a colourful and lively abode is flowers. Flowers are one of the most natural ways to embellish your home, and has the added advantage of going easy on your workload as well. All you have to do is visit a flower shop nearby that offers a wide range of flowers and select the ones you like to create a perfect combination for some bouquets.
You can also string flowers into garlands and roll them around in staircase handles or on walls to spread their fragrance and enhance the festive mood. Use of colour can also drum up the jollity, so use red, yellow, pink and golden as the colour theme for this occasion.
We now get to find many flower shops in the city that offer a wide range of flowers to choose from, both local and imported. One such flower shop is Pushpo Bitan, situated in Shimanto Square Shopping Mall in Dhanmondi. The shop specialises in imported flowers, ones that you rarely get to see in other shops. They have their own bouquet designer who has his own catalogue of designs from where you can select the desired one. He will also help you create your own customised flower bouquet by taking your suggestions. The flowers in their display this Eid includes Carnation, Rose, Lilly, Chrysanthemum, Emilia, Orchid and many more. Also, if you want to add a unique touch to your home this Eid, you can grab one of their miniature bonsai trees or cactus plants. The price for the bouquets ranges from Tk.500 to 6000, depending on the type and quantity of flowers. You can decorate your bouquet with the various accessories they offer, like nets, ribbons, cellophane, etc.
Flowers can be very easy to work with and even easier to get hands on at a reasonable price. It adds dollops of splendour to your dwelling and makes it smell good. So, give your home a touch of festivity with flowers this occasion and bring out the designer in you.

সমস্ত জটিলতা ভেঙে পদার্থবিদ্যায় নোবেল পেলেন সার্জ হ্যারোশ ও ডেভিড ওয়াইনল্যান্ড

সার্জ হ্যারোশ ও ডেভিড ওয়াইনল্যান্ড
সার্জ হ্যারোশ ও ডেভিড ওয়াইনল্যান্ড
কোয়ান্টাম অপটিকস গবেষণায় অবদানের জন্য চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন ফ্রান্সের সার্জ হ্যারোশ ও যুক্তরাষ্ট্রের ডেভিড ওয়াইনল্যান্ড। আজ মঙ্গলবার নোবেল কমিটি এ পুরস্কারের জন্য তাঁদের নাম ঘোষণা করেছে। খবর রয়টার্সের।
রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেসের বিবৃতিতে জানানো হয়েছে, চলতি বছরের পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনার (১২ লাখ মার্কিন ডলার) ভাগ করে দেওয়া হবে হ্যারোশ ও ওয়াইনল্যান্ডকে।
সার্জ হ্যারোশ ও ডেভিড ওয়াইনল্যান্ড আয়ন ও ফোটন নিয়ে গবেষণার জন্য এবারে পদার্থবিদ্যায় নোবেল পেলেন, যা যোগাযোগ ও কম্পিউটিংয়ের উন্নতিতে ব্যবহার করা সম্ভব হবে।
নোবেল পাওয়ার বিষয়টি জানার পর প্রতিক্রিয়ায় সার্জ হ্যারোশ বলেছেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে তালিকায় আমার নাম ছিল। নোবেল পাওয়ার খবর শুনে আমি যে বেঞ্চের পাশে ছিলাম, সেখানেই বসে পড়ি। আমার কাছে আনন্দের উপলক্ষ হয়ে এসেছে এ খবর।’
সফল ও অনন্যসাধারণ গবেষণা, উদ্ভাবন ও সামাজিক কর্মকাণ্ডের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়। ১৯০১ সালে প্রবর্তিত হয় এ মহার্ঘ পুরস্কার। মোট ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়—পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিত্সাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য ও শান্তি। এক্স-রে আবিষ্কারের জন্য পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পান উইলহেলম রঞ্জেন। এ বছর যৌথভাবে সার্জ হ্যারোশ ও ডেভিড ওয়াইনল্যান্ড পদার্থবিদ্যায় নোবেল পাওয়ায় এ বিষয়ে নোবেল বিজয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯৪ জনে।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
স্টেম সেল নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিত্সায় নোবেল পুরস্কার পাচ্ছেন যুক্তরাজ্যের গবেষক স্যার জন গর্ডন ও জাপানের শিনইয়া ইয়ামানাকা। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে তাঁদের নাম ঘোষণা করেছে নোবেল কর্তৃপক্ষ।
কাল বুধবার রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে নোবেল কমিটি। বৃহস্পতিবার সাহিত্যে, শুক্রবার শান্তিতে ও ১৫ অক্টোবর সোমবার অর্থনীতিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

তিন দিনব্যাপী ‘বেসিক ওয়েব মেইনটেনেন্স’ শীর্ষক প্রশিক্ষণের সমাপ্তি অনুষ্ঠিত


০৯ অক্টোবর মঙ্গলবার, দুপুর ১২টায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের যৌথ উদ্যোগে হেকেপ (HEQEP) প্রজেক্টের সাব-প্রজেক্ট আর.টি.আর.আর.সি. (Information Technology Research and Resource Center) আওতায়রি-ইঞ্জিনিয়ারিং অব দি আই.টি.আর.আর.সি” (হেকেপ): সি.পি ২৯৫ [Reengineering of the ITRRC” (HEQEP: CP 295)]-এর অর্থায়নে তিন দিনব্যাপীবেসিক ওয়েব মেইনটেনেন্সশীর্ষক প্রশিক্ষণের সমাপ্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক . মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত শিক্ষা অবশ্যই যথাযথভাবে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণ শেষ করে নিজ নিজ বিভাগ দপ্তরে ওয়েজ পেইজ উন্নয়ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ অত্যন্ত সফলতার সাথে এগিয়ে যাচ্ছে, যা ডিজিটাল বাংলাদেশ গঠনে অত্যন্ত সহায়ক হবে। চাকুরী না খুঁজে, চাকুরী দেবার জন্য কাজ করতে হবে। তরুণদের স্বনির্ভর হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূঁইয়া বলেন, “টেকনোলজি পরিবর্তনশীল। তাই ডিজিটাল বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তরুণ প্রজন্ম পৃথিবীকে পরিবর্তন করার ক্ষমতা রাখে।

সভাপতির বক্তব্যে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক . মোঃ কামরুল আলম খান বলেন, “গঠনমূলক কার্যক্রমের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে। তরুণ প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

স্বাগত বক্তব্য রাখেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান জনাব উজ্জ্বল কুমার আচার্য্য। হেকেপ প্রজেক্টের আই.টি.আর.আর.সি সাব-প্রজেক্টের ম্যানেজার এবং কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ আবু লায়েক প্রজেক্টটির অগ্রগতি তুলে ধরেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব মেহনাজ তাবাস্সুম। উল্লেখ্য, প্রত্যেক বিভাগের জন করে শিক্ষক এবং কয়েকজন কর্মকর্তাসহ মোট ৩৩ জন প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপাচার্য প্রশিক্ষণপ্রাপ্তদের হতে সার্টিফিকেট তুলে দেন। এসময় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, প্রক্টর, কর্মকর্তা, ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।