নতুন গ্রহে পৃথিবীর প্রায় তিনগুণ ওজনের হীরা!!

পৃথিবীতে কী পরিমাণ আছে মহামূল্যবান হীরা? সন্ধানে নামলে খুঁজতে খুঁজতেই হাঁপ ধরে যাবে। কিন্তু জ্যোতির্বিজ্ঞানীরা দাবি যা করছেন, তা রীতিমতো ভিরমি খাওয়ার মতো। তাঁরা মহাকাশে এমন এক নতুন গ্রহের সন্ধান পাওয়ার দাবি করছেন, যেখানে হীরা আছে পৃথিবীর ওজনের প্রায় তিনগুণ। গ্রহটি আয়তনে পৃথিবীর প্রায় দ্বিগুণ।

যুক্তরাষ্ট্রফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীদের যৌথ অনুসন্ধানেগ্রহের সন্ধান পাওয়া গেছে বলে অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটারস সাময়িকীর সর্বশেষ সংখ্যায় প্রকাশিত নিবন্ধে জানা যায়। এতে গ্রহটির নাম উল্লেখ করা হয় ‘৫৫ কেনক্রি-ই’। গতকাল বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত খবরেতথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষক নিকু মধুসূদনফ্রান্সের তুলুজ শহরের ‘ইনস্টিটিউট দি রিসার্চ এন অ্যাস্ট্রোফিজিক এট প্ল্যানেটোলজি’র গবেষক অলিভিয়ের মসি যৌথভাবে গ্রহটি আবিষ্কার করেন।

গবেষকদের মতে, ৫৫ কেনক্রি-ই নামের পাথুরে ওই গ্রহের একটি বড় অংশ হীরা দিয়ে তৈরি। কনস্টেলেশন অব ক্যানসার বলে পরিচিত নক্ষত্রপুঞ্জে সূর্যের মতো একটি নক্ষত্রকে কেন্দ্র করে গ্রহটি আবর্তিত হচ্ছে। এটি এত দ্রুত আবর্তিত হয় যে সেখানে মাত্র ১৮ ঘণ্টায় এক বছর পূর্ণ হয়।

নিকু মধুসূদনের দাবি, পানিপাথুরে শিলার পরিবর্তে ৫৫ কেনক্রি-ইর ভূ-পৃষ্ঠ পুরোটাই কার্বন আর হীরক খণ্ড দিয়ে ঢাকা। ফ্রান্সের গবেষক অলিভিয়ের মসির তথ্যমতে, গ্রহটির মোট ওজনের এক-তৃতীয়াংশই হীরার তৈরি, যা তিনটি পৃথিবীর ওজনের সমান।

গ্রহটির ব্যাস পৃথিবীর দ্বিগুণ। মোট ওজন পৃথিবীর প্রায় আটগুণ। এর ঘনত্ব অনেকটা পৃথিবীর সমান। গ্রহটিতে অবিশ্বাস্য রকমের উষ্ণতা রয়েছে। এর ভূ-পৃষ্ঠের তাপমাত্রা এক হাজার ৬৪৮ ডিগ্রি সেলসিয়াস (তিন হাজার ৯০০ ডিগ্রি ফারেনহাইট)।

বিজ্ঞানীদের ভাষ্য, এমন হীরার গ্রহের সন্ধান এর আগেও পাওয়া যায়। তবে এই প্রথম হীরার তৈরি একটি গ্রহের সূর্যের মতো একটি নক্ষত্রকে আবর্তন করতে দেখা গেল। আরবিষয়ে এমন বিশদ তথ্য পাওয়া গেল। সৌজন্যে-প্রথম আলো।

আইসিসি ক্রিকেট কমিটির নতুন সভাপতি অনিল কুম্বলে

অনিল কুম্বলে
আইসিসি ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ভারতীয় কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের প্রবাদ প্রতিম অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

৪১ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে ৬১৯টি টেস্ট ও ৩৩৭টি ওয়ানডে উইকেটের অধিকারী।

সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে মার্ক টেলরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সাবেক খেলোয়াড়দের আরেক প্রতিনিধি ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ তার মেয়াদ আর বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

এক বিবৃতিতে আইসিসি সভাপতি অ্যালান আইজাক বলেন, “আইসিসি ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে ক্লাইভ লয়েডের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

“নতুন চেয়ারম্যান অনিল কুম্বলের অভিজ্ঞতা প্রশ্নাতীত। কেবল সাবেক খেলোয়াড়ই নয় ক্রিকেট প্রশাসক হিসেবেও তিনি সফল। আমার দৃঢ় বিশ্বাস তিনি ক্লাইভের ভালো কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নেবেন,” যোগ করেন তিনি।

বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশনের (বিএএ) আহ্বায়ক কমিটি ঘোষনা

বাংলাদেশে একাউন্টিং শিক্ষার প্রসার, উন্নয়ণ, গবেষণা এবং সরকারী বিভিন্ন নীতি নির্ধারণে ভূমিকা রাখবার প্রত্যয় নিয়ে গত ১০-১০-২০১২ইং তারিখ রোজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর চেয়ারম্যান ও আই.সি.এম.এ.বি. এর প্রেসিডেন্ট অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ঋঈগঅ কে আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ডিপার্টমেন্ট অব একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস এর চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাঃ আলী নূর কে সদস্য সচিব মনোনীত করে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন এর ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়।  
উল্লিখিত আহ্বায়ক কমিটি সরকারী বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয়,সরকারী কলেজ, বেসরকারী কলেজ শিক্ষক, আই.সি. এম. এ.বি., আই. সি. এ. বি., আই. সি. এস. বি.সহ সরকারী, বেসরকারী, চাকুরীজীবি ও উদ্যোক্তাদের প্রতিনিধির সমম্বয়ে গঠিত হয়েছে।

‘এ’ ইউনিট ২০১২-১৩ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বাংলাদেশ ছাত্রলীগের শুভেচ্ছা জ্ঞাপন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট ২০১২-১৩ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ সম্মান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন  জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌছতে পারেনা। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের যে সফলতা তা জাতিকে একটি শিক্ষিত সমাজ উপহার দেয়ার একটি মাধ্যম। মেধাবী ছাত্রসমাজ পারে মেধাবী জাতি গড়তে। সেই ব্রত নিয়েই নতুন শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ঘোষিত “ভিশন-২০২১” এবং “ডিজিটাল বাংলাদেশ” গড়ে তুলবে ।
নেতৃদ্বয় আরো বলেন, ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয়ে দেশরতœ শেখ হাসিনার ভাবাদর্শে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত “ডিজিটাল বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সকল মেধাবীদের ছাত্রলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

এডেলের গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড


কণ্ঠশিল্পী এডেল তার ‘২১’ অ্যালবামের জন্য একের পর এক পুরস্কার জিতছেন, আরও জিতছেন খেতাব। এই একটি অ্যালবাম দিয়েই এবার তিনি ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন। আর একসঙ্গে ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে গিনেজ ওয়ার্ল্ড বুকেও রেকর্ড করেন তিনি। বছরের সেরা অ্যালবাম বিক্রির তালিকায়ও নাম এসেছে এডেলের। পাশাপাশি শীর্ষে ছিলেন টপ চার্টেও। টানা ৯ মাস টপ চার্টে ৫-এর মধ্যে এবং ৬ মাস টপ চার্টের একেবারে শীর্ষে অবস্থানেও রেকর্ড করেছেন তিনি। এবার এই একই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান ‘রোলিং ইন দ্য ডিপ’ দিয়ে তিনি আরও একটি রেকর্ড করলেন এবং হলেন বছরের সেরা। সম্প্রতি এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের যতগুলো রেডিও চ্যানেল রয়েছে তার সবক’টিতেই সর্বাধিক গান প্রচার হয় এডেলের। তারা জানান, ২০১১ সালের সর্বাধিক প্রচারিত গান এটি। গত বছরের শেষ ছয় মাসে গানটি প্রচার হয় ১.৩৫ মিলিয়ন বার এবং আজ পর্যন্ত গানটি প্রচার হয় ২ মিলিয়ন বারেরও অধিক। আর সর্বাধিক প্রচার হওয়ায় এ বছরের সেরা ও সর্বাধিক রয়্যালিটিটিও যাচ্ছে তারই ঘরে। উল্লেখ্য, ১৯৮৪ সালে ‘ইটস মাই লাইফ’ গানটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত গান। যা প্রচার হয় ৩ মিলিয়ন বার।