ঢাকা বিশ্ববিদ্যালয়ে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘এ’ ইউনিট ২০১২-১৩ শিক্ষা বর্ষে প্রথম বর্ষ সম্মান ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতির চরম শিখরে পৌছতে পারেনা। শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের যে সফলতা তা জাতিকে একটি শিক্ষিত সমাজ উপহার দেয়ার একটি মাধ্যম। মেধাবী ছাত্রসমাজ পারে মেধাবী জাতি গড়তে। সেই ব্রত নিয়েই নতুন শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা ঘোষিত “ভিশন-২০২১” এবং “ডিজিটাল বাংলাদেশ” গড়ে তুলবে ।
নেতৃদ্বয় আরো বলেন, ভর্তিচ্ছু নতুন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের প্রত্যয়ে দেশরতœ শেখ হাসিনার ভাবাদর্শে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত “ডিজিটাল বাংলাদেশ” গড়ার লক্ষ্যে সকল মেধাবীদের ছাত্রলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
No comments:
Post a Comment