যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ
করার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী জগন্নাথ
বিশ্ববিদ্যালয় সংসদ।
গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যায়ের ভাস্কর্য চত্বরে এই অনুষ্ঠানে সংহতি জানান, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান জবি শাখা, জবি চলচ্চিত্র সংসদ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন।
সংহতি প্রকাশ করে জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, দ্রুত যুদ্ধাপরাধের বিচার না করা না গেলে ১৯৭১-এ শহীদ মুক্তিযোদ্ধা, ধর্ষিত, নিহত নারীর আত্মা শান্তি পাবে না। জাতি কলঙ্কমুক্ত হবে না। তাই দ্রুত এই বিচার শেষ করতে হবে। আরো বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড. হোসনে আরা জলি প্রমুখ। ব্যক্তিগত কাজে এসে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
দিনব্যাপী এ অনুষ্ঠানে যুদ্ধাপরাধের বিচারের
পক্ষে গান, কবিতা আবৃত্তি, নাটক পরিবেশন করে উদীচীর শিল্পীরা।
No comments:
Post a Comment