জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ‘বি’ ইউনিটের সাক্ষাৎকার সম্পর্কিত প্রকাশিত সংবাদের ব্যাখ্যা


সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ভর্তি সাক্ষাৎকার সম্পর্কিত বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত সংবাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সকল অনুষদের ভর্তি পরীক্ষার সাক্ষাৎকার স্বচ্ছভাবে ও নিয়মমাফিক সম্পন্ন করা হচেছ। সকল শর্তপূরণ সাপেক্ষেই যোগ্যতাসম্পন্ন ছাত্র-ছাত্রীদের বিষয় প্রদান করা হচ্ছে। এক্ষেত্রে অর্থের বিনিময়ে পেছনের সারির শিক্ষার্থীদের ভালো বিষয়ের ভর্তির অনুমোদন দেয়ার বিষয়টি সম্পূর্ণ অবান্তর। এখানে দলীয় বিবেচনায় কোন পরীক্ষার্থীদের বিষয় প্রদান করা হয়নি। একটি কুচক্রী মহল ভূয়া ভর্তি ফরম ও মনোনয়ন ফরম ছাপিয়ে জালিয়াতির মাধ্যমে বিভ্রান্তির সৃষ্টি করছে। এধরনের ঘটনা ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট ধরা পড়েছে। এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। উল্লেখ্য যে কোন কারণে কোন মেধাবী ছাত্র-ছাত্রী উক্ত কুচক্রী মহলের প্ররোচনায় তার নায্য প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত হলে এবং এই মর্মে তথ্য প্রমাণাদিসহ কর্তৃপক্ষের বরাবরে আবেদন করলে সে আবেদন কর্তৃপক্ষ অবশ্যই বিবেচনা করবে। এ বিষয়ে সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা কামনা করা হচ্ছে।

No comments:

Post a Comment