অশোভন আচরণ করায় অবরুদ্ধ জবি ছাত্রলীগের সভাপতি

নিজস্ব প্রতিবেদক:
এক ব্যবসায়ীর সঙ্গে অশোভন আচরণ করায় গত শনিবার রাতে অবরুদ্ধ হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম শরিফ। রাজধানীর পুরান ঢাকার কলতাবাজারের বার্গার হাউসের মালিকের সঙ্গে গত শনিবার রাতে অশোভন আচরণ করেন শরিফ ও তার সঙ্গীরা। এ ঘটনার জের ধরে তাদেরকে আটক ও শারীরিক আঘাত করা হয়। এতে শরিফের মাথায় ক্ষতের সৃষ্টি হয়। সরেজমিন ঘুরে এ তথ্য জানা গেছে।

একই দিন গভীর রাতে ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতাকর্মী বার্গার হাউস থেকে তাকে মুক্ত করে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে ভর্তি করে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় ছাত্রলীগের ১০-১২ কর্মী বার্গার হাউসে হামলা করে। বার্গার হাউস বন্ধ থাকায় তারা কিছু সময় ইট-পাটকেল ছুড়ে চলে যায়। সূত্র জানায়, গত শনিবার রাত সোয়া ১০টার দিকে শরিফুল ইসলাম শরিফ ও এক সাংবাদিক কলতাবাজারের এক বার্গার হাউসে এসে খাচ্ছিলেন। রাত বেশি হওয়ায় দোকানের মালিক তাদেরকে বিল পরিশোধের অনুরোধ জানান। কিন্তু ওই সময় সভাপতি ও দোকান মালিকের সঙ্গে বিল নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্রলীগের সভাপতি দোকান মালিকের সঙ্গে অশোভন আচরণ করেন। এ সময় দোকান মালিকের ডাকে কলতাবাজারের স্থানীয়রা এগিয়ে এসে তাদেরকে আধাঘণ্টা অবরোধ করে রাখেন। এ প্রসঙ্গে জানতে জবি শাখার সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ ছিল। বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম সিরাজুল ইসলাম সিরাজ জানান, এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা। সভাপতি বাসা থেকে নামতে গেলে টিনের আঘাতে মাথা ফেটে যায়।



সূত্র: সকালের খবর। নিউজ লিংক: http://www.shokalerkhabor.net/details_news.php?id=121006&&+page_id=+29

No comments:

Post a Comment