এক বিশ্বজিৎ বনাম একুশ ছাত্রলীগ


মনিরুজ্জামান :: এক বিশ্বজিৎ চলে গেল, নিয়ে গেল একুশ তাজা তরূণকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী একুশ জন ছাত্রের নামে হত্যাকান্ড ঘটনায় জড়িত থাকায় চার্জশীট দাখিল করা হয়েছে। এতে আইনের প্রতি দেশের মানুষের আস্থা বাড়বে।
নিরাপত্তা বোধ করবে এই ভেবে যে, সুষ্ঠু বিচার হবে। কিন্তু এ ঘটনার অন্তরালে কতগুলো জীবন নষ্ট হল তা অজানাই রয়ে গেল।
গত বছর ৯ ডিসে¤রর জগন্নাথ বিশ্বদ্যিালরেয়র উপর দিয়ে একটি মোটামুটি ঝড় বয়ে গেছে। অবরোধে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাইসাবাজারে বিশ্ববিজৎ দাস অবরোধ বিদ্রোহীদে হাতে নির্মমভাবে খুন হয়। আর হত্যাকান্ডে জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের কথিত ছাত্রলীগ একুশ শিক্ষার্থী। তারাও অন্য সবার মত একটি পরিবার থেকে এসেছে। তাদের বাবা-মা অন্য সবার বাবা-মার মতই ভালোবাসে। তাদের ঘিরে ছিল একরাশ আশা।
সব ভেস্তে গেল ছাত্রলীগের কাল থাবায়। বলা হয় তারা প্রত্যেকে ছাত্রলীগ কর্মী ছিলেন। সেদিন কেন তারা খুণ করল? বিরোধী দলের ডাকা আবরোধে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল কারা? অবরোধে বিদ্রোহ করার নির্দেশ দিয়েছিল কারা? ডিসেম্বর এর শুরু থেকে ছাত্রলীগ প্রত্যেকটা শাখায় নিয়মিত হানা হানির ঘটনা ঘটে আসছিল। প্রত্যেকদিন কোথাও না কোথাও শিবির গণোধোলাই খাচ্ছিল। এ ঘঠনায় বাহবা দিচ্ছিল কারা? বাহবা পাওয়ার আশায় রাজনৈতিক পদ পাওয়ার মিথ্যা আশায় সেদিন অবরোধ বিদ্রোহ করে অবস্থান নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল তরূন। পাশেই ককটেল বিস্ফোরণ ঘটাল অবরোধকর্মীরা। তাতে আতংকিত জনগন ছোটাছুটি করছিল চারপাশে।
ছাত্রলীগ মারমুখি ভাবে তাড়া দিয়ে সন্দেহাতীত ভাবে বিশ্বজিৎকে নির্মম ভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করল। প্রশ্ন: খুনিদের কি শাস্তি হবেনা? অবশ্যই শাস্তি হবে। প্রকৃত দোষীদের অবশ্যই কঠিন শাস্তি হবে। কিন্তু প্রকৃত অপরাধি কত জন? দুই জন? পাঁচ জন? দশ জন? পনের জন? তাই বলে একুশ জন হলে তা বেশি হয়ে যেতে পারে। যাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে তারা মাছের বাজারের পণ্য নয় যাকে খুশি তাকে তালিকায় ভরে দিলাম। কঠিন প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তির্ণ হয়ে ভর্তি হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তারা অবশ্যই শিক্ষিত এবং মেধাবী। তাদের একুশ জনের নামে চার্জশিট দাখিল হয়েছে কিন্তু ধংষ হয়েছে আরও বেশি মেধাবীর জীবন। চলার পথ থেকে ছিটকে পড়েছে আরও অধিক। হত্যাকান্ড ঘটনা ঘটার পর রাজসাক্ষি ছিল সাংবাদিকদের তোলা ভিডিও ফুটেজ এবং ছবি। আর তাই অবলম্বন করে টপাটপ খুনি বানিয়ে দেওয়া হল।
ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের সবাই সেখানে গিয়েছিল। কিন্তু সবাইতো খুন করতে যায়নি! রাজনৈতিক বড় ভাইদের মন রক্ষা করতে অনেকেই গিয়েছিল সেখানে। এত মানুষের মাঝে খুন হল বিশ্বজিৎ। তাই বলে কি যার ছবি, ফুটেজ এ আছে সেই খুনি? কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই করেছে। এক দিন এক পত্রিকায় কয়েকজনের ছবি আসছে আর টপাটপ তাকে স্থায়ী বহিষ্কার করে খুনি বানিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আতংক ছড়িয়ে গেল, পত্রিকায় ছবি আসবে যার সেই খুনি। এ আতংকে ভীত সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা যে যেভাবে পারল আত্মগোপন করল।
ঘটনা ঘটল ৯ ডিসেম্বর। বাংলাদেশের সকল সংবাদমাধ্যম ফলাও করে প্রকাশ করতে লাগল খুনের ভিডিও এবং ছবি। যার কাছে যত ছবি, ভিডিও ছিল ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সংবাদমাধ্যম অবলম্বনে প্রকাশ করতে থাকল। ১২ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মেইল পাঠালো এই ভাবে,
‘‘গত ০৯ ডিসেম্বর, ২০১২ তারিখ (বরিবার) সকালে ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালীন সময়ে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সন্নিকটে নিরীহ টেইলারিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও  ছবির আলোকে এবং অদ্য ১২ ডিসেম্বর বেলা ১টায় বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা কমিটি ও প্রক্টোরিয়াল বডির জরুরী সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রাক্তন দুজন ছাত্রের সনদ বাতিল এবং তিনজন ছাত্রকে বহিস্কার করা হয়েছে।’’
রিপোর্ট করার ক্ষাতিরে প্রক্টর স্যারকে ফোন দিলাম। আসলে স্থায়ী নাকি সাময়িক বহিষ্কার জানতে চেয়েছিলাম। স্যার বললেন, অবশ্যই স্থায়ী ভহিষ্কার করা হয়েছে। কিন্তু, প্রশ্ন হল; কোন তদন্তের ভিত্তিতে সেদিন বহিষ্কার করা হল? পত্রিকাগুলো আবার ছাপতে লাগল বহিষ্কারের খবর। তারপর একের পর এক পত্রিকা ছাপতে লাগল হত্যাকান্ডের আরও নতুন ছবি। সেখানে আসতে লাগল আরও নতুন মুখ।
২০ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে জড়িত থাকার অভিযোগে আরো চার জন ছাত্রকে স্থায়ী বহিস্কার করা হল। আবার কোন তদন্ত করে চারজনকে বহিষ্কার করা হল? তাহলে আজ একুশ জনের নাম আসল কেন? নয় জনের নাম আসতে পারত। এতেও থেমে থাকলনা প্রচার প্রসার।
১০ ডিসেম্বর। পুনরায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্বজিৎ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আরও প্রাক্তন এক ছাত্রের সনদ বাতিল এবং  তিনজন ছাত্রকে  বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোন দেশের তদন্ত কমিটি একই বিষয়ের উপর থেকে থেকে নতুন রিপোর্ট দেয় জানিনা।
আসলে কোন তদন্ত কমিটি নয়। বিভিন্ন পত্র পত্রিকায় বিশ্বজিৎ এর আশেপাশে যার ছবি সম্বলিত ছবি পত্রিকায় ছাপা হচ্ছে তাকে ধরে ধরে বলি দেওয়া হচ্ছে। এদিকে আইন রক্ষাকারী বাহিনীর জন্য সুবিধা হচ্ছে। বিশ্ববিদ্যলয় থেকে বহিষ্কার মানেই সে সত্যিই খুন করেছে। চার্জশীটে তার নাম চলে আসবে। এমনটাই ভাবা হচ্ছে। তাই, ছবি আতংকে ক্যাম্পাস ছেড়ে, পরিবার ছেড়ে পালিয়ে বেড়িয়েছে অনেক শিক্ষার্থী। আর যারা পালিয়েছে তাদের নামের পেছনে পলাতক শব্দটা জুড়ে দিয়েছে পত্র-পত্রিকাগুলো। চার্যশীট দাখিল হওয়ার পরে দেখা যায় ছবি আসছিল অনেকের নামেই চার্যশীট হয়নি। কিন্তু তার জীবনের তিনটি মাস কে ফিরিয়ে দেবে? তার নাম থেকে পলাতক শব্দটি কে মুছে দিবে? হয়ত অনেকেই মুক্তি পাবে একদিন। কিন্তু তাদের জীবনটা ধংস হয়ে যাওয়ার পর।
সঠিক তদন্ত না করে পত্র-পত্রিকায় ছবির সূত্র ধরে চার্যশীট গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অনেক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের তৃণমূল কর্মীরা। হত্যাকান্ডে সরাসরি সংশ্লিষ্টতা নেই এমন অনেকেই আজ খুনের আসামি। আবার সংশ্লিষ্টতা থাকলেও ছবি বা ভিডিও ফুটেজ থেকে পরিচয় সনাক্ত করতে না পারায় চার্যশীটের তালিকা থেকে বাদ গেছে কয়েকজন খুনির নাম। এমন অভিযোগ করেছে বেশ কয়েকজন ছাক্রলীগ কর্মী। তাহলে কিসের তদন্ত করা হল? ছবি বা ভিডিও ফুটেজ না থাকলে কি প্রকৃত খুনিদের বের করা যেতনা? মনে হয়, না।
ছাত্রলীগ না করলে এরা কেউ খুন করত না এ কথা সহজেই ভাবা যায়। তাহলে খুনের পেছনে দায়ী ছাত্রলীগ নামক সংগঠন? উত্তর: না। ছাত্রলীগকে পরিচালনার ব্যর্থতা। আজ একুশজন তরুণের জীবনের চরম পরিচয়ের মাধ্যমে তা আবার প্রমানিত হল।

সূত্র: ইউকেবিডি ডটকম:: এক বিশ্বজিৎ বনাম একুশ ছাত্রলীগ
 

Photo of the Day (Reuters)

Photo of the Day : Police march towards Jamaat activists during a clash in Rajshahi. (Reuters)

Bangladesh verdict sparks deadly protests

Clashes break out after sentencing of Jamaat politician to death by court investigating 1971 liberation war atrocities.

At least 46 people are reported to have been killed and hundreds injured in protests in Bangladesh after a member of the opposition was sentenced to death for war crimes.

Delwar Hossain Sayedee, 73,  is the third prominent figure from Jamaat-e-Islami party to be found guilty of mass killings by a court set up to investigate abuses during the country's 1971 war of independence from Pakistan.

Jamaat, the country's largest Islamist party, called for a 48-hour national strike on Sunday, amid clashes between opposition supporters and police that left nearly 200 people injured in more than a dozen districts across the country.

Dhaka, the Bangladeshi capital, was tense in the run-up to the verdict.

About 10,000 policemen were on patrol and the government also deployed border guards as reinforcement to prevent violence.

Schools and shops were shut and roads in Dhaka and inter-city motorways were empty.

Mass killing charges

Sayedee, vice-president of Jamaat, was found guilty of charges of mass killing, rape, arson, looting and religious persecution during the liberation war, lawyers and tribunal officials said on Thursday.

"The verdict has appropriately demonstrated justice. We are happy," Haider Ali, state prosecutor, said.

Lawyers for Sayedee boycotted the tribunal during the verdict.

"I didn't commit any crime and the judges are not giving the verdict from the core of their heart," he told the court.

He had previously denied the allegations and said the charges were politically motivated.

Jamaat has denounced the trial.

Earlier this month, the tribunal sentenced Abdul Qader Molla, Jamaat's assistant secretary general, to life imprisonment, leading to deadly protests that left 16 people dead.

Secular protests

Molla's verdict enraged secular protesters, tens of thousands of whom have since poured onto Dhaka's Shahbag Square to reject the "lighter sentence" and demand the execution of Jamaat leaders.

Another Jamaat leader, Maulana Abul Kalam Azad, was sentenced to death in absentia last month.

Seven other top leaders of Jamaat are on trial for their alleged role in the atrocities during the liberation war.

Sheikh Hasina Wajed, the Bangladesh prime minister, set up the tribunal in 2010 to investigate abuses during the independence war that, by many accounts, claimed about three million lives and during which thousands of Bengali women were raped.

The tribunal, a domestic body with no international oversight, has been criticised by the opposition as targeting its members.

But the scale of recent secular protests show a large section of Bangladeshis support moves to punish those linked to atrocities during the liberation war.
Aljazeera

Defying Jamaat's strike

Shops and business establishments will remain open and public transport will operate normally during a nationwide strike called by the Jamaat-e-Islami on Monday, associations said.
Defying Jamaat's strike Dhaka Metropolitan Shop Owners Association and its parent Bangladesh Shop Owners Association decided to keep all shops open during the strike after a meeting held at Alpana Plaza on Dhaka's Elephant Road.

“We will defy the illogical shutdown… All shops will remain open tomorrow throughout Bangladesh,” said the Association’s General Secretary SA Kader Kiron.
“All other shop associations have been informed,” he said.

Calls were made from Shahbagh to defy the Jamaat sponsored shutdown for Monday. The protestors there appeared charged up over the death of blogger Rajib Haider, who has been at the forefront of the Shahbagh protests from its inception.

Kiron ruled out security fears for the shops and business establishments who may be attacked for defying the strike call.

“We are good enough to resist the Jamaat-Shibir combine . Instead we will tell our customers… come to the markets, the authorities will take care of your security.”

Bangladesh Road Transport Association General Secretary Khandaker Enayetullah said they had also decided to operate normally all forms of public transport throughout Bangladesh.

Shop owners association had expressed anger in the killing of blogger and architect Rajib Haider. They demanded quick arrest of the killers while expressing solidarity with the Shahbagh protests.

They also urged to rename Shahbagh ‘Rajib Chattar’.Bdnews24

Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971.

we petition the Obama administration to:

Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971.

In 1971, the Pakistani Army, in collaboration with a group of Islamist leaders, unleashed unbelievable horrors on an unarmed, civilian population killing 3 million people and raping more than 200,000 women. Today, as Bangladesh is finally seeking justice for these mass killings, religious extremist groups throughout the world are conspiring against Bangladesh. The government of Bangladesh has already received veiled threats from the President of Turkey, and "The Muslim Brotherhood" has issued a strongly-worded press release in support of these war criminals. We urge President Barack Obama and this administration to express solidarity with the millions of Bangladeshis who are spontaneously demanding justice and an end to communal politics.

 How to attend:

First: Go to this link click here

Second: Create an account.

Third: Click on the Link in E-mail. Signature. 

To inspire others, share this.