Respect to this Dedication



বিজিএমইএ RAB কে ৫ লাখ টাকা পুরস্কার প্রদান করে রানাকে অ্যারেস্ট করার প্রতিদান হিসেবে৷

সেই ৫ লাখ টাকা পুরোটা শেষ মূহুর্তে সবাইকে কাঁদিয়ে যাওয়া শাহিনার দেড় বছরের বাচ্চা রবিনকে দিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে RAB।

Sound mind in sound body......... Freshen yourself


জবির নতুন ভবনে ফাটল জানেন না কর্তৃপক্ষ


প্রায় চারমাস আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নিচতলায় উত্তর ও পুর্ব দিকের এক পাশের মেডিকেল সেন্টারের দুই কক্ষে মেঝেতে এক ফিট উপরে এক ইঞ্চি পরিমান ফাটল ধরেছে। অথচ ওই স্থানটির নাকের ডগায় নিজের অফিস হলেও সরকারী একশ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক নাসির উদ্দিন আহমদ চৌধুরী এই বিষয় সম্পর্কে সাংবাদিকদের কাছে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

সরকারী একশ কোটি টাকা উন্নয়ন প্রকল্পের পরিচালক সাংবাদিকদের কাছে আরো বলেন, আমি ফাটল সম্পর্কে এইমাত্র আপনাদের কাছে শুনলাম। এর আগে আমি এই সম্পর্কে কিছুই জানি না। তবে এগুলো দেখভালের দায়িত্ব আমার নয় তা প্রকৌশলী বিভাগের। তবে বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ প্রকল্পের জন্য এ সপ্তাহের মধ্যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ার এক্সপার্ট আসার কথা রয়েছে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

নতুন ভবনের উর্ধ্বমূখী করণ প্রকল্পের পরিচালক চুক্তিভিত্তিক হওয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন হচ্ছে না। এই প্রকল্পের জন্য স্থায়ী ভিত্তিক পরিচালক দরকার রয়েছে বলে জানান একাধিক শিক্ষক-কর্মকর্তা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক আগে ওয়াসার উপ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন। এই পরিচালক সেখানকার পরিচালক বলে তেলবাজী করে জবির তৎকালীন উপাচার্যের মাধ্যমে এক বছরের জন্য চুক্তিভিত্তিক হয়ে আসেন। প্রকল্প পরিচালকের অভিজ্ঞতা ও যোগ্যতা না থাকায় নতুন বিল্ডিং সর্ম্পকে সাংবাদিকদের এ কথা বলেন বলে জানান একাধিক সিনিয়র শিক্ষক। এ বছর আগস্টে তার সময় শেষ হয়ে যাওয়ার আগেই এক্সটেনশনের জন্য বিভিন্ন মহলে তদবীর শুরু করেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা যায়।  বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনে যে ফাটল ধরেছে সে সম্পর্কে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বিভাগ এবং পরিকল্পণা ও উন্নয়ন বিভাগ। রানা প্লাজার পরে ভবন ধসের বিষয়টি এখন সর্বত্র বেশ গুরুত্ব পেয়েছে। পরীক্ষা-নিরীক্ষা না করে নতুন ভবনে এরূপ ফাটল ধরায় কিভাবে উর্ধ্বমূখী ভবন  করা সম্ভব বলে প্রশ্ন করেন একাধিক শিক্ষক-শিক্ষার্থী।

এ বিষয়ে পরিকল্পণা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. নাসির আহমদ চৌধুরী আরো বলেন, আমার কাজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প সংক্রান্ত দলিলপত্র তৈরি ও দেখভাল করা। আর বিল্ডিং দেখভালের দায়িত্ব সম্পূর্ণ প্রকৌশল বিভাগের। এছাড়াও ১০০ কোটি টাকার প্রকল্পটি শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে। এ সম্পর্কে নির্বাহী প্রকৌশলী সুকুমার চন্দ্র সাহা বলেন, এই ভবনের উর্ধ্বমূখীকরণের কাজ আমার নয়। এটার দায়িত্বে আছেন প্রকল্প পরিচালক। তবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ অন্যান্য ভবনের দেখভাল করা আমার দায়িত্বে। তবুও নতুন ভবনের ফাটল সম্পর্কে আমি উপাচার্যকে জানিয়েছিলাম। তিনি এর পরিপ্রেক্ষিতে এক্সপার্ট আহ্বানের নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে বিভিন্ন ভবন পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এক্সপার্ট টিমের প্রধান ড. মমতাজ নূরকে আনার জন্য চিঠি পাঠানো হয়েছে।
The Daily ALOKITO Bangladesh
 

JnU Organized an International Seminar in Psychology



Moniruzzaman :: The Department of Psychology organized an International Seminar entitled “Psychology in Russia and Bangladesh: Opportunities for future collaboration” in the Sigmund Freud Conference hall in the Department of Psychology of Jagannath University.

The delegation from Perm State Humanities University comprises four its distinguished faculty members i.e. Dr. Aleksei Popov, Dr. Aleksander Vikhman, Eugenia Vasiliadi and Daria Raskina.

The speakers presented a variety of 5 topics, which included cognitive biases in decision-making processes, learning agility in academic and business settings, naturalistic decision-making among police investigators, interrelations between dream content and automatic daily thoughts, human resource selection procedures in Russia.

The discussion that followed was built around opportunities of future collaboration including joint scientific projects, student exchange and PhD scholar exchange, joint publication opportunities, etc.

The seminar was resided by Professor Dr. Kazi Saifuddin, Chairman of the Department of Psychology. Among others Professor Dr. Asoke Kumar Saha delivered the welcome speech, while Dr. Kamal Uddin, the associate professor of Psychology of Dhaka University acted as a moderator.

Later the delegation met the Vice Chancellor of Jagannath University Professor Dr. Mizanur Rahaman and discussed opportunities for collaboration in the sphere of psychological issues between the Department of Psychology of Prem State Humanities University and Jagannath University.


জগন্নাথ এবং পার্ম স্টেট ইউনিভার্সিটির মধ্য শিক্ষা চুক্তি হবে শিগ্রই


alt



















মনিরুজ্জামান :: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ ও রাশিয়ার পার্ম স্টেট হিউমেনিটিস বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

এই অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও শিক্ষায় যোগসূত্র স্থাপন করার লক্ষ্যে জবির শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন পার্ম স্টেট হিউমেনিটিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। অতি শ্রীঘই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে গবেষণা ও শিক্ষায় চুক্তি করতে যাচ্ছে এই দুই বিভাগের শিক্ষকবৃন্দগণ।

১৬ এপ্রিল, মঙ্গলবার, বেলা ১১টার সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সেমিনার হলে আয়োজিত দুই দিনের সেমিনারের শেষ দিনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে উপস্থিত ছিলেন পার্ম স্টেট হিউমেনিটিস বিশ্ববিদ্যালয়ের অনুষদ মেম্বার ড. আলেক সেই পোপোভ, ড. আলেকসানডার ভিকম্যান, ডারিয়া রাসকিনা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. কাজী সাইফুদ্দীন আহম্মেদ, সহযোগী অধ্যাপক ড. অশোক কুমার সাহা প্রমূখ।

পার্ম স্টেট হিউমেনিটিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের মধ্যে দুইদিনের আলাপচারিতায় শিক্ষার্থীদের কোন বিষয়ে আগ্রহ বেশি তা অবলোকন করেন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনার্স ও মাস্টারস করতে পারবে বলে জানান জবির শিক্ষকবৃন্দগণ। শিক্ষকদেরও পিএইচডি করার সুযোগ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান পার্ম স্টেট হিউমেনিটিস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে আলাপচারিতায় জগন্নাথ এই দুই বিশ্ববিদ্যালয়ের দুই বিভাগের যোগসূত্র স্থাপিত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন।

জবির মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. অশোক কুমার সাহা বলেন, এই দুই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপিত হয়েছে। আমাদের শিক্ষার্থী ও শিক্ষক পার্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে যেতে ও আসতে পারবে। আর ওরাও আমাদের বিশ্ববিদ্যালয়ে আসতে ও যেতে পারবে। আমরা গবেষনা ও শিক্ষায় অনেক দুর এগিয়ে যেতে পারলাম। অতিশ্রীর্ঘই আমাদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তিতে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা শিক্ষক ও গবেষণায় অনেক কাজ করতে পারবেন।

 

হায়রে বিটিভি !

  1. রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারে ব্যর্থ হয়েছে বাংলাদেশ টেলিভিশন। বেসরকারি 'সময় টিভি'র সরাসরি সম্প্রচার অনুষ্ঠান প্রচার করেছে বিটিভি। কোনো ধরনের পরিকল্পনা না থাকার কারণে বিটিভি সরাসরি সম্প্রচারে যেতে পারেনি। উল্লেখ্য, এ মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে মুক্তিযুদ্ধের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি বঙ্গভবন থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করে। তার পরও বাংলাদেশের রাষ্ট্রপতির প্রতি শেষ শ্রদ্ধা অনুষ্ঠান সম্প্রচার না করতে পারা দুঃখজনক বলে মনে করছেন সরকারি দলের অনেক নেতা-কর্মী।

বেশি লবণ ডেকে আনে মরণ

খাবারে আসল স্বাদ পেতে দরকার লবণ। তবে বেশি লবণ ডেকে আনে মরণ। গবেষকরা বলছেন, বিশ্বে বছরে ২৩ লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ। অতিরিক্ত শর্করা বা চিনিযুক্ত পানীয় কিংবা খাবার গ্রহণের
কারণে বছরে যত লোকের মৃত্যু ঘটে, তার চেয়ে ১০ গুণ বেশি লোকের মৃত্যু ঘটে অতিরিক্ত লবণ গ্রহণের কারণে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক বৈঠকে উত্থাপিত একটি গবেষণা প্রবন্ধে


আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গবেষকরা জানিয়েছেন, ২০১০ সালে সারাবিশ্বে হৃদরোগে আক্রান্ত হওয়া, স্ট্রোক ইত্যাদি কারণে যত মানুষের মৃত্যু হয়েছে, তার শতকরা ১৫ ভাগ মৃত্যুর জন্য দায়ী খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ। গবেষণায় দেখা যায়, অতিরিক্ত লবণ গ্রহণের জন্য হৃদজনিত রোগে মারা যায় ২৩ লাখ মানুষ। ২০১০ সালে বিশ্বের ৫০টি দেশে চালানো ২৪৭টি জরিপে এ তথ্য উঠে আসে। এর মধ্যে ইউক্রেনে সবচেয়ে বেশি মারা গেছে দুই হাজার ১০৯ জন (প্রতি ১০ লাখে)। দ্বিতীয় রাশিয়ায় এক হাজার ৮০৩ জন এবং সবচেয়ে কম কাতারে ৭৩ জন।
সম্প্রতি হার্ভার্ড ইউনিভার্সিটির গবেষকদের একটি গবেষণা জরিপে বলা হয়, অতিরিক্ত চিনি বা শর্করাযুক্ত খাবার ও পানীয় পানের কারণে বিশ্বে বছরে এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ মারা যায়।

গবেষণা প্রবন্ধের লেখক হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের মেডিসিন ও মহামারী বিষয়ক অধ্যাপক ডেরিস মোজাফফারিয়ান বলেন, লবণ কম গ্রহণের ব্যাপারে বিশ্বব্যাপী সচেতনতা গড়ে তুলতে পারলে লাখ লাখ মানুষ অকালমৃত্যুর হাত থেকে বেঁচে যেত।

এইচএসসি-আলিম পরীক্ষার উত্তরপত্র এসএসসি-দাখিলের


এইচএসসি-আলিম পরীক্ষায় এসএসসি-দাখিলের উত্তরপত্রে উত্তর প্রদান করে শিক্ষার্থীরা।  নৈর্ব্যক্তিক অভীক্ষার প্রশ্নপত্র এইচএসসি ও আলীম পরীক্ষার। অথচ উত্তরপত্র এসএসসি ও দাখিল পরীক্ষার! প্রশ্ন ও উত্তরপত্রে এমন অমিল থাকলেও এভাবেই নেওয়া হলো কুমিল্লা শিক্ষা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও আলিম পরীক্ষা।
বিষয়টি বোর্ড কর্তৃপক্ষের নজরে না এলেও পরীক্ষার্থীদের নজরে এসেছে ঠিকই। তারা পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষকদের এ বিষয়টি জানালে তারা বলেন, “এসএসসি ও দাখিল কেটে সেখানে এইচএসসি ও আলিম লিখে নাও।” অথচ উত্তরপত্রের ওপরে স্পষ্ট করে লেখা রয়েছে, “উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাইবে না।”
সোমবার (১ এপ্রিল) সকালে কুমিল্লা বোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ঘুরে পরীক্ষার দ্বিতীয় অংশে নৈর্ব্যক্তিক পরীক্ষার অপটিক্যাল মার্ক রিডার (ওএমআর) শিটে এ সমস্যা দেখা গেছে। এ ঘটনায় পরীক্ষার্থীদের মাঝে ব্যাপক হতাশা ও শঙ্কা বিরাজ করছে।
কলেজের পরীক্ষার্থীদের হাতে দেওয়া প্রতিটি ওএমআর সিটে এইচএসসি পরীক্ষা ২০১৩ লেখার পরিবর্তে এসএসসি পরীক্ষা-২০১৩ ও মাদ্রাসায় পরীক্ষার্থীদের হাতে দেওয়া প্রতিটি আলিম পরীক্ষা-২০১৩ লেখার পরিবর্তে দাখিল পরীক্ষা-২০১৩ ছাপা হয়েছে।
এইচএসসি ও দাখিল পরীক্ষার নিয়মানুযায়ী পঞ্চাশ নম্বর নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার্থীদের জন্য ৩ ঘণ্টার পরীক্ষায় শেষের ঘণ্টা নৈর্ব্যক্তিক পরীক্ষার জন্য বরাদ্দ।
পরীক্ষার দ্বিতীয় অংশে পরীক্ষার্থীদের হাতে নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র দেওয়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়। পরীক্ষার্থীরা কক্ষ পর্যবেক্ষকদের কাছে এ বিষয়ে জানতে চাইলে অনেক পর্যবেক্ষকই এর সমাধান দিতে পারেন নি। আবার অনেক পর্যবেক্ষক পরীক্ষার্থীদের উত্তর দিতে না পেরে কোনো পরিবর্তন বা কাটাকাটি করতে বাধা দেন।

এক বিশ্বজিৎ বনাম একুশ ছাত্রলীগ


মনিরুজ্জামান :: এক বিশ্বজিৎ চলে গেল, নিয়ে গেল একুশ তাজা তরূণকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী একুশ জন ছাত্রের নামে হত্যাকান্ড ঘটনায় জড়িত থাকায় চার্জশীট দাখিল করা হয়েছে। এতে আইনের প্রতি দেশের মানুষের আস্থা বাড়বে।
নিরাপত্তা বোধ করবে এই ভেবে যে, সুষ্ঠু বিচার হবে। কিন্তু এ ঘটনার অন্তরালে কতগুলো জীবন নষ্ট হল তা অজানাই রয়ে গেল।
গত বছর ৯ ডিসে¤রর জগন্নাথ বিশ্বদ্যিালরেয়র উপর দিয়ে একটি মোটামুটি ঝড় বয়ে গেছে। অবরোধে বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাইসাবাজারে বিশ্ববিজৎ দাস অবরোধ বিদ্রোহীদে হাতে নির্মমভাবে খুন হয়। আর হত্যাকান্ডে জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের কথিত ছাত্রলীগ একুশ শিক্ষার্থী। তারাও অন্য সবার মত একটি পরিবার থেকে এসেছে। তাদের বাবা-মা অন্য সবার বাবা-মার মতই ভালোবাসে। তাদের ঘিরে ছিল একরাশ আশা।
সব ভেস্তে গেল ছাত্রলীগের কাল থাবায়। বলা হয় তারা প্রত্যেকে ছাত্রলীগ কর্মী ছিলেন। সেদিন কেন তারা খুণ করল? বিরোধী দলের ডাকা আবরোধে ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়েছিল কারা? অবরোধে বিদ্রোহ করার নির্দেশ দিয়েছিল কারা? ডিসেম্বর এর শুরু থেকে ছাত্রলীগ প্রত্যেকটা শাখায় নিয়মিত হানা হানির ঘটনা ঘটে আসছিল। প্রত্যেকদিন কোথাও না কোথাও শিবির গণোধোলাই খাচ্ছিল। এ ঘঠনায় বাহবা দিচ্ছিল কারা? বাহবা পাওয়ার আশায় রাজনৈতিক পদ পাওয়ার মিথ্যা আশায় সেদিন অবরোধ বিদ্রোহ করে অবস্থান নিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল তরূন। পাশেই ককটেল বিস্ফোরণ ঘটাল অবরোধকর্মীরা। তাতে আতংকিত জনগন ছোটাছুটি করছিল চারপাশে।
ছাত্রলীগ মারমুখি ভাবে তাড়া দিয়ে সন্দেহাতীত ভাবে বিশ্বজিৎকে নির্মম ভাবে কুপিয়ে, পিটিয়ে হত্যা করল। প্রশ্ন: খুনিদের কি শাস্তি হবেনা? অবশ্যই শাস্তি হবে। প্রকৃত দোষীদের অবশ্যই কঠিন শাস্তি হবে। কিন্তু প্রকৃত অপরাধি কত জন? দুই জন? পাঁচ জন? দশ জন? পনের জন? তাই বলে একুশ জন হলে তা বেশি হয়ে যেতে পারে। যাদের দোষী সাব্যস্ত করা হচ্ছে তারা মাছের বাজারের পণ্য নয় যাকে খুশি তাকে তালিকায় ভরে দিলাম। কঠিন প্রতিযোগীতামূলক পরীক্ষায় উত্তির্ণ হয়ে ভর্তি হয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তারা অবশ্যই শিক্ষিত এবং মেধাবী। তাদের একুশ জনের নামে চার্জশিট দাখিল হয়েছে কিন্তু ধংষ হয়েছে আরও বেশি মেধাবীর জীবন। চলার পথ থেকে ছিটকে পড়েছে আরও অধিক। হত্যাকান্ড ঘটনা ঘটার পর রাজসাক্ষি ছিল সাংবাদিকদের তোলা ভিডিও ফুটেজ এবং ছবি। আর তাই অবলম্বন করে টপাটপ খুনি বানিয়ে দেওয়া হল।
ককটেল বিস্ফোরণে ছাত্রলীগের সবাই সেখানে গিয়েছিল। কিন্তু সবাইতো খুন করতে যায়নি! রাজনৈতিক বড় ভাইদের মন রক্ষা করতে অনেকেই গিয়েছিল সেখানে। এত মানুষের মাঝে খুন হল বিশ্বজিৎ। তাই বলে কি যার ছবি, ফুটেজ এ আছে সেই খুনি? কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাই করেছে। এক দিন এক পত্রিকায় কয়েকজনের ছবি আসছে আর টপাটপ তাকে স্থায়ী বহিষ্কার করে খুনি বানিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আতংক ছড়িয়ে গেল, পত্রিকায় ছবি আসবে যার সেই খুনি। এ আতংকে ভীত সশস্ত্র ছাত্রলীগ কর্মীরা যে যেভাবে পারল আত্মগোপন করল।
ঘটনা ঘটল ৯ ডিসেম্বর। বাংলাদেশের সকল সংবাদমাধ্যম ফলাও করে প্রকাশ করতে লাগল খুনের ভিডিও এবং ছবি। যার কাছে যত ছবি, ভিডিও ছিল ফেসবুক, টুইটার এবং বিভিন্ন সংবাদমাধ্যম অবলম্বনে প্রকাশ করতে থাকল। ১২ডিসেম্বর। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি মেইল পাঠালো এই ভাবে,
‘‘গত ০৯ ডিসেম্বর, ২০১২ তারিখ (বরিবার) সকালে ১৮ দলীয় জোটের অবরোধ চলাকালীন সময়ে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সন্নিকটে নিরীহ টেইলারিং ব্যবসায়ী বিশ্বজিৎ দাস নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এবং জাতীয় পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদন ও  ছবির আলোকে এবং অদ্য ১২ ডিসেম্বর বেলা ১টায় বিশ্ববিদ্যালয় আইন শৃঙ্খলা কমিটি ও প্রক্টোরিয়াল বডির জরুরী সভায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে প্রাক্তন দুজন ছাত্রের সনদ বাতিল এবং তিনজন ছাত্রকে বহিস্কার করা হয়েছে।’’
রিপোর্ট করার ক্ষাতিরে প্রক্টর স্যারকে ফোন দিলাম। আসলে স্থায়ী নাকি সাময়িক বহিষ্কার জানতে চেয়েছিলাম। স্যার বললেন, অবশ্যই স্থায়ী ভহিষ্কার করা হয়েছে। কিন্তু, প্রশ্ন হল; কোন তদন্তের ভিত্তিতে সেদিন বহিষ্কার করা হল? পত্রিকাগুলো আবার ছাপতে লাগল বহিষ্কারের খবর। তারপর একের পর এক পত্রিকা ছাপতে লাগল হত্যাকান্ডের আরও নতুন ছবি। সেখানে আসতে লাগল আরও নতুন মুখ।
২০ ডিসেম্বর। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্ট অনুসারে জড়িত থাকার অভিযোগে আরো চার জন ছাত্রকে স্থায়ী বহিস্কার করা হল। আবার কোন তদন্ত করে চারজনকে বহিষ্কার করা হল? তাহলে আজ একুশ জনের নাম আসল কেন? নয় জনের নাম আসতে পারত। এতেও থেমে থাকলনা প্রচার প্রসার।
১০ ডিসেম্বর। পুনরায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিশ্বজিৎ হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে আরও প্রাক্তন এক ছাত্রের সনদ বাতিল এবং  তিনজন ছাত্রকে  বহিস্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোন দেশের তদন্ত কমিটি একই বিষয়ের উপর থেকে থেকে নতুন রিপোর্ট দেয় জানিনা।
আসলে কোন তদন্ত কমিটি নয়। বিভিন্ন পত্র পত্রিকায় বিশ্বজিৎ এর আশেপাশে যার ছবি সম্বলিত ছবি পত্রিকায় ছাপা হচ্ছে তাকে ধরে ধরে বলি দেওয়া হচ্ছে। এদিকে আইন রক্ষাকারী বাহিনীর জন্য সুবিধা হচ্ছে। বিশ্ববিদ্যলয় থেকে বহিষ্কার মানেই সে সত্যিই খুন করেছে। চার্জশীটে তার নাম চলে আসবে। এমনটাই ভাবা হচ্ছে। তাই, ছবি আতংকে ক্যাম্পাস ছেড়ে, পরিবার ছেড়ে পালিয়ে বেড়িয়েছে অনেক শিক্ষার্থী। আর যারা পালিয়েছে তাদের নামের পেছনে পলাতক শব্দটা জুড়ে দিয়েছে পত্র-পত্রিকাগুলো। চার্যশীট দাখিল হওয়ার পরে দেখা যায় ছবি আসছিল অনেকের নামেই চার্যশীট হয়নি। কিন্তু তার জীবনের তিনটি মাস কে ফিরিয়ে দেবে? তার নাম থেকে পলাতক শব্দটি কে মুছে দিবে? হয়ত অনেকেই মুক্তি পাবে একদিন। কিন্তু তাদের জীবনটা ধংস হয়ে যাওয়ার পর।
সঠিক তদন্ত না করে পত্র-পত্রিকায় ছবির সূত্র ধরে চার্যশীট গঠন করা হয়েছে বলে মন্তব্য করেছেন অনেক সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের তৃণমূল কর্মীরা। হত্যাকান্ডে সরাসরি সংশ্লিষ্টতা নেই এমন অনেকেই আজ খুনের আসামি। আবার সংশ্লিষ্টতা থাকলেও ছবি বা ভিডিও ফুটেজ থেকে পরিচয় সনাক্ত করতে না পারায় চার্যশীটের তালিকা থেকে বাদ গেছে কয়েকজন খুনির নাম। এমন অভিযোগ করেছে বেশ কয়েকজন ছাক্রলীগ কর্মী। তাহলে কিসের তদন্ত করা হল? ছবি বা ভিডিও ফুটেজ না থাকলে কি প্রকৃত খুনিদের বের করা যেতনা? মনে হয়, না।
ছাত্রলীগ না করলে এরা কেউ খুন করত না এ কথা সহজেই ভাবা যায়। তাহলে খুনের পেছনে দায়ী ছাত্রলীগ নামক সংগঠন? উত্তর: না। ছাত্রলীগকে পরিচালনার ব্যর্থতা। আজ একুশজন তরুণের জীবনের চরম পরিচয়ের মাধ্যমে তা আবার প্রমানিত হল।

সূত্র: ইউকেবিডি ডটকম:: এক বিশ্বজিৎ বনাম একুশ ছাত্রলীগ
 

Photo of the Day (Reuters)

Photo of the Day : Police march towards Jamaat activists during a clash in Rajshahi. (Reuters)

Bangladesh verdict sparks deadly protests

Clashes break out after sentencing of Jamaat politician to death by court investigating 1971 liberation war atrocities.

At least 46 people are reported to have been killed and hundreds injured in protests in Bangladesh after a member of the opposition was sentenced to death for war crimes.

Delwar Hossain Sayedee, 73,  is the third prominent figure from Jamaat-e-Islami party to be found guilty of mass killings by a court set up to investigate abuses during the country's 1971 war of independence from Pakistan.

Jamaat, the country's largest Islamist party, called for a 48-hour national strike on Sunday, amid clashes between opposition supporters and police that left nearly 200 people injured in more than a dozen districts across the country.

Dhaka, the Bangladeshi capital, was tense in the run-up to the verdict.

About 10,000 policemen were on patrol and the government also deployed border guards as reinforcement to prevent violence.

Schools and shops were shut and roads in Dhaka and inter-city motorways were empty.

Mass killing charges

Sayedee, vice-president of Jamaat, was found guilty of charges of mass killing, rape, arson, looting and religious persecution during the liberation war, lawyers and tribunal officials said on Thursday.

"The verdict has appropriately demonstrated justice. We are happy," Haider Ali, state prosecutor, said.

Lawyers for Sayedee boycotted the tribunal during the verdict.

"I didn't commit any crime and the judges are not giving the verdict from the core of their heart," he told the court.

He had previously denied the allegations and said the charges were politically motivated.

Jamaat has denounced the trial.

Earlier this month, the tribunal sentenced Abdul Qader Molla, Jamaat's assistant secretary general, to life imprisonment, leading to deadly protests that left 16 people dead.

Secular protests

Molla's verdict enraged secular protesters, tens of thousands of whom have since poured onto Dhaka's Shahbag Square to reject the "lighter sentence" and demand the execution of Jamaat leaders.

Another Jamaat leader, Maulana Abul Kalam Azad, was sentenced to death in absentia last month.

Seven other top leaders of Jamaat are on trial for their alleged role in the atrocities during the liberation war.

Sheikh Hasina Wajed, the Bangladesh prime minister, set up the tribunal in 2010 to investigate abuses during the independence war that, by many accounts, claimed about three million lives and during which thousands of Bengali women were raped.

The tribunal, a domestic body with no international oversight, has been criticised by the opposition as targeting its members.

But the scale of recent secular protests show a large section of Bangladeshis support moves to punish those linked to atrocities during the liberation war.
Aljazeera

Defying Jamaat's strike

Shops and business establishments will remain open and public transport will operate normally during a nationwide strike called by the Jamaat-e-Islami on Monday, associations said.
Defying Jamaat's strike Dhaka Metropolitan Shop Owners Association and its parent Bangladesh Shop Owners Association decided to keep all shops open during the strike after a meeting held at Alpana Plaza on Dhaka's Elephant Road.

“We will defy the illogical shutdown… All shops will remain open tomorrow throughout Bangladesh,” said the Association’s General Secretary SA Kader Kiron.
“All other shop associations have been informed,” he said.

Calls were made from Shahbagh to defy the Jamaat sponsored shutdown for Monday. The protestors there appeared charged up over the death of blogger Rajib Haider, who has been at the forefront of the Shahbagh protests from its inception.

Kiron ruled out security fears for the shops and business establishments who may be attacked for defying the strike call.

“We are good enough to resist the Jamaat-Shibir combine . Instead we will tell our customers… come to the markets, the authorities will take care of your security.”

Bangladesh Road Transport Association General Secretary Khandaker Enayetullah said they had also decided to operate normally all forms of public transport throughout Bangladesh.

Shop owners association had expressed anger in the killing of blogger and architect Rajib Haider. They demanded quick arrest of the killers while expressing solidarity with the Shahbagh protests.

They also urged to rename Shahbagh ‘Rajib Chattar’.Bdnews24

Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971.

we petition the Obama administration to:

Express solidarity with the protesters in Bangladesh who are seeking justice for the war crimes of 1971.

In 1971, the Pakistani Army, in collaboration with a group of Islamist leaders, unleashed unbelievable horrors on an unarmed, civilian population killing 3 million people and raping more than 200,000 women. Today, as Bangladesh is finally seeking justice for these mass killings, religious extremist groups throughout the world are conspiring against Bangladesh. The government of Bangladesh has already received veiled threats from the President of Turkey, and "The Muslim Brotherhood" has issued a strongly-worded press release in support of these war criminals. We urge President Barack Obama and this administration to express solidarity with the millions of Bangladeshis who are spontaneously demanding justice and an end to communal politics.

 How to attend:

First: Go to this link click here

Second: Create an account.

Third: Click on the Link in E-mail. Signature. 

To inspire others, share this.

Second migration & third Viva at 19Feb: Jagannath University




`B’ unit second migration list has been published. The examinees selected for migration have to complete their migration within 18Feb.
3rd Viva will hold at 19Feb of the student selected in primary selection of`B’ unit session 2012-13 Humanity (1601-2000) Science (451-550).
Here for available seats 4th migration of `D’ unit and quota 1st migration will hold at 19Feb. The students who did not get their wanted subjects are also allowed. Under this unit 4th viva of students in humanities (871-885), Science (401-440) will hold the same day.
NB: If the viva do not hold at 19Feb, it will hold the next day 20Feb.

Candle of hope lit across Bangladesh


Life stopped in its tracks as millions of people across Bangladesh held a candlelight vigil from wherever they could on Thursday in an extraordinary show of support for the Shahbagh movement.
The protesters converged on the heart of the capital announced a ‘Jagaran Samabesh’, or Uprising Rally, for Friday, to roll out the next agitation programmes to press for execution of all war criminals, including Jamaat-e-Islami leader Abdul Quader Molla.

People – irrespective of age, sex and class – poured out of their offices and homes in droves with candles in hand as the time for the vigil at 7pm approached.

The solidarity gesture – in an echo of the three-minute silence of Tuesday – reinforced the massive public support to the Shabagh protest that continued for the 10th consecutive day, in an unmistakeable sign of renewed Bengali nationalism.
At the Shahbagh intersection, the heart of the protest now christened ‘Prajanma Chattar’, tens of thousands of people sang: ‘Muktiro Mandiro Sopano Tole, Koto Pran Holo Bolidan, Lekha Aachhe Oshru Jole.”

The Members of Parliament led by Deputy Speaker Shawkat Ali joined the vigil in the parliament complex. Parliament employees and journalists on duty there also observed the programme.

Prime Minister Sheikh Hasina and her granddaughter lit a candle inside the Ganabhaban, her official residence. Bdnews24(Abridgement)
 

The Female Factor: Bangladesh Protests Break Boundaries

 
It is over a week now that crowds refuse to die down in Shahbagh Square in the heart of Dhaka, Bangladesh.
While most of the “western media” has either ignored the swelling numbers of ordinary Bangladeshis joining the movement, others have wrongly labeled it as a mass demand for capital punishment.
This is perhaps the biggest misconception about what is happening in Bangladesh right now, that these historic protests are somehow a stamp of the public’s thirst just for capital punishment. Could anything be more incorrect or insulting?
Earlier this week, I wrote about how Bangladeshis joined in rare solidarity to demand the death penalty for the leader of the country’s largest Islamic party, Jamaat-e-Islami, well-known war-criminal, Abdul Quader Mollah. His sentencing to life in prison triggered Bangladeshis to put aside their political differences, and unite against Mollah.
Why were so many people coming out in droves in Dhaka, gathering in this square in peaceful protests, holding signs of the hangman’s knot? The scary slogans made the people holding them look like savages, instead of the man pictured, who Bangladeshis believe escaped the real sentencing he deserved.
What we are seeing in Bangladesh right now is not about capital punishment. The world needs to understand that. It is wrongly labeling all Bangladeshis as bloodthirsty people. I do not support capital punishment and yes, we all know the War Crimes Tribunal in Bangladesh is heavily flawed. It even has been accused of being nothing but a political tool for Prime Minister, Sheikh Hasina.
But the Shahbagh movement goes beyond both these points. I resent people dismissing this as a movement for capital punishment when what is happening in Bangladesh right now is much more complex. Why is the fate of Shahbagh linked to the destiny of every single Bangladeshi? Bangladeshi writer, Tahmima Anam explains:
The call for Mollah’s death is about more than revenge. He committed his crimes during Bangladesh’s nine-month struggle for independence from Pakistan in 1971. In addition to the perceived inadequacy of the sentence is an abiding anxiety about the way it will be carried out. It is ingrained in the public imagination that justice always takes second place to political expediency. Mollah knows that if his party or its allies were to come to power again, he would almost certainly be freed. That is why the protesters at Shahbag are calling for his death: it is the only way they can be sure the episode will come to an end.
In my life, I have never seen an on-going protest of this magnitude in Bangladesh ever that was not partisan. I have never witnessed people spill onto the streets for anything not somehow related to Awami League or Bangladesh National Party-led demonstrations or strikes.
The non-partisan nature of Shahbagh is not the only thing that makes it different, but the role technology is playing is revolutionary as well. It was Bangladeshi online activists and bloggers who first protested Mollah’s verdict, demanding the death sentence. They used social media to spread the word, and staged sit-ins. The “Shahbagh” Facebook page has over 6,000 Likes, and is being used as a weapon of  ”cyber war against war crimes.”
The participation of youth and women also make Shahbagh unique. The protests’ female factor- students, wives, working professionals, activists, and mothers with their children all gave their voice to the Shahbag protests.
I find this electrifying. Although Bangladeshi women play a huge role in our country’s government and civil society, they also played a huge role in the 1971 Liberation War, not only as fighters and supporters of the war, but as the people who perhaps paid the greatest price as Bangladesh seceded from then West Pakistan.
Many academics state that the first time rape was consciously applied as a weapon of war was during the Bangladesh War of Independence, and although the official numbers of the women raped are 200-250,000 many experts put that number closer to 400,000 women and girls who were raped, mass-raped, imprisoned for months in notorious rape-camps.
I t is only fitting that today, almost forty-three years after Independence, that the mothers, daughters and sisters of our martyrs make sure the memory and spirit of those who freed Bangladesh is honored. They are organizing in the streets with their children, because at the end of the day, as Egyptian feminist author Mona Eltahawy states, what revolution worth anything did not have “gender nestled in its beating heart”?
Will Shahbagh succeed or will it fade? Will it bloom like the water lotus, or wither with time? One thing is for sure, the nation’s largest movement in twenty years has already changed the political  landscape of Bangladesh forever. Forbes

Grand-rally again at Shahbagh Friday

 
DHAKA: Another grand-rally will be held at city’s Shahbagh intersection at 3:00pm on Friday as a part of ongoing protest demanding death penalty to all war criminals.

The announcement came from the candlelit programme at 7:00pm Thursday, paying tribute to them who were killed during the Liberation War by Jamaat-Shibir after the war.

Millions of people form all walks of life across the country including, ‘Prajanmo Chattar, Shahbagh’ lit candles raising voice demanding death penalty to all war criminals.

The journalists and officials of East-West Media Group also observed candlelit programme in front of Media House at city’s Bashundhara Residential area. 

On Wednesday, the organizers of Shahbagh protest urged all to light a candle from their respective location in home and abroad to showcase power of enlightened Bangladesh in similar to that the world has seen the power of silence on Tuesday.

Earlier on Tuesday, millions of people observed a three-minute silence across the country to express solidarity with the demand of death penalty for all war criminals.

Everyday students, professionals, rickshaw pullers, workers, farmers  came to Shahbagh intersection to lend their support to mass protest that started on February 10 demanding death penalty of war criminals.

Thousands of people from different ages, religions and profession   under the banner of ‘Bloggers and Online Activist Network’ continue demonstration and showing their dissatisfaction for the tenth straight day against the verdict of International Crimes Tribunal as it is inconsistent with public expectation with chanting different slogans and rendering patriotic and protest songs.banglanews24.com

জবি ভিসি দুই ঘণ্টা অবরুদ্ধ

জবি প্রতিনিধি
বেদখল হয়ে থাকা ১০টি হল উদ্ধার, নতুন হল নির্মাণ ও উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অরুদ্ধ করে করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রগতিশীল ছাত্রজোট এবং সাধারণ শিক্ষার্থীরা গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিল। লাগাতর আন্দোলনের পরও কর্তৃপক্ষের সুদৃষ্টি না পেয়ে গতকাল বেলা ১২টায় ভাষ্কর্য চত্বর থেকে বিক্ষোভ মিছির শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভবনের সবগুলো ফটকে তালা লাগিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মেসবাহউদ্দিন আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসনিক ভবনের ভেতরে আটকা পড়েন। দুই ঘণ্টা অবরুদ্ধ থাকার পর উপাচার্য ভবন থেকে বের হতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা তাকে বাধা দিতে চায়। এসময় উপাচার্যের সাথে শিক্ষার্থীদের সাথে ধাক্কাধাক্কি হয়। পরে পুলিশ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের সহযোগিতায় ক্যাম্পাস থেকে বের হন তিনি। শিক্ষার্থীদের দাবি_ কয়েকদিন আন্দোলন করে কোনো ফল না পেয়ে আমরা আল্টিমেটাম দিয়েছিলাম। আজ পূর্বঘোষণা অনুযায়ী আন্দোলন করি। তারা আরও বলেন, আগামী সোমবারের মধ্যে যদি আমাদের হল উদ্ধারের সিদ্ধান্ত না নেওয়া হয় তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে স্থায়ীভাবে অবস্থান ও রাত্রিযাপন করব।
প্রক্টর অশোক কুমার সাহা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে প্রশাসনিক ববন অবরুদ্ধ করে রাখে। তখন পুলিশের সহায়তায় প্রক্টর মহোদয় ও উপাচার্য ক্যাম্পাস থেকে বের হন।
সহকারী প্রক্টর ড. নুর মোহাম্মাদ বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে নিরাপত্তা নিশ্চিত করতে ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। দুই ঘণ্টা পর তালা খুললে শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ধাক্কাধাক্কি হয়। অতপর পুলিশ আমাদের বের হতে সাহায্য করে। তবে তিনি ছাত্রলীগের সহযোগিতার কথা অস্বীকার করেন।

লিংক:  জবি ভিসি দুই ঘণ্টা অবরুদ্ধ

নিরাপত্তা জোরদার আবারো পুরান ঢাকায় ২ বাসে আগুন

জবি রিপোর্টার
রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় গতকাল সকালে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পর পর দুই দিনের ঘটনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এ ঘটনায় সূত্রাপুর থানায় দুটি পৃথক মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টায় ২০-২৫ জনের একটি দল হঠাৎ করে স্কাইলাইন পরিবহনের দুটি বাসে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ঘটনায় কেউ আহত হয়নি। এ ব্যাপারে ওই এলাকার দায়িত্বে থাকা সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম বলেন, বাসে যখন আগুন লাগানো হয় তখন তিনি রায়সাহেব বাজার এলাকায় ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি দুর্বৃত্তদের কাউকে পাননি।
ছাত্রদলের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক এ বি এম মহসিন বিশ্বাস বলেন, ছাত্রলীগ আমাদেরকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই বাসগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম ছাত্রদলের অভিযোগ অস্বীকার করে বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে আইনশৃঙ্খলা বিঘি্নত করার জন্য ছাত্রদল ও শিবিররা এই ঘটনা ঘটিয়েছে। গত সোমবার ককটেল বিস্ফোরণে আটক দুই জন সহ ৭০-৮০ জন এবং বাসে আগুন দেওয়ায় ২০-২৫ জনের নামে দুটি পৃথক মামলা করা হয়েছে।
এদিকে গত সোমবার বহিরাগত বিএনপি কর্মীর অংশগ্রহণে জবি ছাত্রদলের মিছিলে ধাওয়া_ পাল্টাধাওয়ার পর ক্যাম্পাসের বাহিরে ককটেল বিস্ফোরণে বিশ্ববিদ্যালয় সহ পুরান ঢাকায় আতঙ্ক বিরাজ করে। এমতাবস্থায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসে সুষ্ঠু আইনশৃঙ্খলা ও একাডেমিক পরিবেশ বজায় রাখার স্বার্থে আজ থেকে সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র সাথে আনার নির্দেশ দিয়েছে জবি প্রশাসন।
প্রক্টর ড. অশোক কুমার সাহা বলেন, গত দুই দিনে বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে মিছিল ও ককটেল বিস্ফোরণে শিক্ষার্থীদের নিরাপত্তার প্রশ্ন উঠেছে। তাই নিরাপত্তা বৃদ্ধি করতে সকলকে পরিচয়পত্র নিয়ে আসতে বলা হয়েছে। এবং ভর্তিচ্ছুদের ভর্তির প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। যেকোন সময়ে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

লিংক: http://www.dainikdestiny.com/index.php?view=details&type=main&cat_id=1&menu_id=1&pub_no=540&news_type_id=1&index=1

জবি ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ ৭ ককটেল বিস্ফোরণ আহত ৮ আটক ২


জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ছাত্রদলের সংঘর্ষে এক ছাত্রীসহ অন্তত আট জন আহত হয়েছে। এ ঘটনায় সাতটি ককটেল বিস্ফোরণ ঘটে। এসময় বিক্ষুব্ধরা কয়েকটি গাড়ি ভাঙচুর করে।
গতকাল বেলা ১১টায় ছাত্রদল সহিংসতার বিরুদ্ধে মিছিল বের করে ভিক্টরিয়া পার্ক ঘুরে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা বিজ্ঞান ভবন ঘুরে ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় পুলিশ বাধা দেয়। এরপর তারা মুক্তিযুদ্ধ ভাস্কর্য চত্বরে সমাবেশ করতে চেষ্ট করে। এ সময় ছাত্রলীগের কর্মীরা তাদের ধাওয়া করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। তখন ধস্তাধস্তিতে বোটানি বিভাগের এক ছাত্রীসহ আট জন আহত হয়। এদিকে সাড়ে ১১টায় ভিক্টোরিয়া পার্কের দক্ষিণ পাশে সাতটি ককটেল বিস্ফোরণ ঘটায়। বিক্ষুব্ধরা মহানগর (প্রা.) লিমিটেডের তিনটি, বাহাদুর শাহ পরিবহনের পাঁচটি এবং একটি ট্রাকে ভাঙচুর চালায়। এ সময় পুলিশ চার রাউন্ড টিয়ারশেল ছুড়ে ঘটনা নিয়ন্ত্রণে আনে। এতে আল-মামুন এবং মো. নোমান নামের ছত্রদলের দুই কর্মীকে পুলিশ আটক করে। পরে ক্যাম্পাসে দুই ঘণ্টা ধরে মিছিল এবং সমাবেশ করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
সহকারী প্রক্টর ড. নূর মোহাম্মাদ বলেন, ছাত্রদল মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলে পুলিশ এবং ছাত্রলীগ তাদের বের করে দেয়। ভিক্টোরিয়া পার্কের পাশে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে ক্যাম্পাসে কোনো মারধরের ঘটনা ঘটেনি। আহত ছাত্রীর বিষয়ে তিনি বলেন, ছোটাছুটিতে ধাক্কা লেগে এক ছাত্রী আহত হন তবে তিনি এখন সুস্থ। বোটানি বিভাগের শিক্ষার্থীরা ট্রেজারার মো. ওহিদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আমরা ঐ শিক্ষার্থীর সকল দায়িত্ব নেব এবং একই সাথে সকল শিক্ষার্থীর নিরাপত্তা জোরদার করার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে।
ছাত্রলীগ সভাপতি এফ এম শরিফুল ইসলাম বলেন, জবি ছাত্রদল এবং বহিরাগত ছাত্র নামধারী বিএনপি কর্মীরা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটায়। বিশৃঙ্খলা সৃষ্টি করতে তারা এক ছাত্রীকেও আহত করে। সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম বলেন, ছাত্রদল বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট করতে এ ধরনের ধংসাত্মক কার্যক্রম করে। এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ সজল বলেন, আমাদের পূর্বঘোষিত কর্মসূচিতে পুলিশ এবং ছাত্রলীগ অতর্কিত হামলা করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক বলেন, পরিস্থিতি শান্ত করতে আমরা কয়েক রাউন্ড টেয়ারশেল নিক্ষপ করি।

Link:  Dainik Destiny

জবিতে চলছে হল চাই আন্দোলন দুই দিনের আল্টিমেটাম

জবি রিপোর্টার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল চাই আন্দোলন চলমান রয়েছে। দুইদিনের আন্দোলনে কোন ফল না পেয়ে আল্টিমেটাম দিয়েছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায় প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে গতকাল বেলা ১২টায় নতুন হল নির্মানের দাবিতে বিক্ষোব মিছিলপ্রশাসনিক ভবন আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে। এসময় সহকারি প্রক্টর নূর মোহাম্মাদ শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাইলে ব্যার্থ হন। তিনি বলেন দ্রুত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসে সন্তোশজনক ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনে প্রগতিশিল নের্তৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলোচনায় বসতে অযুহাত দেখাচ্ছে। তবে দুই দিনের মধ্যে কোন সিদ্ধান্ত না দিলে প্রশাসনিক ভবনে তালা ঝোলানো হবে।

:: Dainik Destiny :: হল নির্মাণসহ চার ইস্যুতে উত্তাল জবি

:: Dainik Destiny :: হল নির্মাণসহ চার ইস্যুতে উত্তাল জবি

'স্বাধীনতা লাভের পরও রয়ে গেছে স্বাধীনতার শত্রু'

জবি রিপোর্টার
বাংলাদেশ এমন একটি দেশ যেখানে স্বাধীনতা লাভের পরও রয়ে গেছে স্বাধীনতার শত্রু। আজও তারা পরাজয়ের গ্লানি ভুলতে পারেনি। রাজনৈতিক ও সামাজিকভাবে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে যাচ্ছে।

বাচ্চু রাজাকরের ফাঁসির রায় ঘোষণায় আনন্দ র‌্যালি শেষে আমরা মুক্তিযোদ্ধার সন্তান জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত সমাবেশে গতকাল এসব কথা বলেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ সেলিম। সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. এসএম আনোয়ারা বেগম, গেরিলা যোদ্ধা শাহ মাহবুব হাসান পাশা, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জাম শাহীন প্রমুখ। বক্তারা ইন্টারপোলের মাধ্যমে বাচ্চু রাজাকারকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানায়। দুপুর ১২টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আনন্দ র‌্যালী বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধের প্রস্তুতি ভাস্কর্যের সামনে সমাবেশে মিলিত হয়। 

সমাবেশে আরও বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি এফ এম শরীফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলাম।

Link: http://www.dainikdestiny.com/index.php?view=details&type=main&cat_id=1&menu_id=2&pub_no=536&news_type_id=1&index=3