জবিতে অনার্স (সম্মান) প্রথমবর্ষ সাক্ষাৎকার শুরু ১৩ জানুয়ারী

জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক
আগামী ১৩ জানুয়ারি, ২০১৩ থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের সকল ইউনিটের (এ, বি, সি এবং ডি ইউনিট) ভর্তির সাক্ষাৎকার ও সাবজেক্ট চয়েস ফরম পূরণ শুরু হবে।
বিশ্ববিদ্যালয় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্ত থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানান হয়, ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকৈ সাক্ষাৎকার গ্রহণের দিন হতে তিন দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় ভর্তি হতে পারবে না। কোন প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত না হতে পারলে পরবর্তীতে আর বিবেচিত হবে না। ১৩ থেকে ১৭ জানুয়ারী পর্যন্ত সাক্ষাতকার গ্রহণ করা হবে।
এ সময়ে ‘এ’ ইউনিটের সাক্ষাৎকার বিজ্ঞান ভবনের মনোবিজ্ঞান বিভাগে (নীচতলা কনফারেন্স রুমে), ‘বি’ ইউনিটের সাক্ষাতকার কলা অনুষদের ডিন কার্যালয়ে ‘সি’ ইউনিটের সাক্ষাৎকার নতুন একাডেমিক ভবনে (৭ম তলা ৭১৯ নম্বর কক্ষে), ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার সামাজিক বিজ্ঞান ভবন-১,এ অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ৩৫০০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১৮৭ পর্যন্ত,  ‘বি’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ১,০০০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ৩৫০ পর্যন্ত, বাণিজ্য শাখার মেধাক্রম ১ থেকে ২৫০ পর্যন্ত, ‘সি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার মেধাক্রম ১ থেকে ১৪০০ পর্যন্ত, অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১৩০ পর্যন্ত, এবং ‘ডি’ ইউনিটে মানবিক শাখার মেধাক্রম ১ থেকে ৬০০ পর্যন্ত, বিজ্ঞান শাখার মেধাক্রম ১ থেকে ২৫০ পর্যন্ত, বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১ থেকে ১২০ পর্যন্ত শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ও সাক্ষাৎকার গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, ২য় পর্বের সাক্ষাৎকার ২১ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত চলবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের অনার্স (সম্মান) প্রথমবর্ষ প্রথম সেমিষ্টারের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ‘ডি’ ইউনিটে সর্বোচ্চ ৫৪০টি আসনের বিপরীতে ২,৭৮১ জন (মানবিক  ২,০৫০ জন, বিজ্ঞান শাখা ৪৮৬ জন এবং বাণিজ্যঅন্যান্য ২৪৫ জন) পরীক্ষার্থী প্রাথমিকভাবে নির্বাচিত হন। উল্লেখ্য, ৪২,৬৬২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৪,৩৯৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। উক্ত ফলাফল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও Website-এ (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

এছাড়াও, যে কোন মোবাইল থেকে ম্যাসেজের  মাধ্যমে এই ফলাফল জানা যাবে। এজন্য যে কোন মোবাইল থেকে ম্যাসেজ অপশনে গিয়ে
JNU লিখে একটি Space দিয়ে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখে আবার একটি স্পেস দিয়ে ইউনিটের নাম (যেমন: ‘D’) লিখে ১৬২৪২ নম্বরে ম্যাসেজ পাঠিয়ে দিলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে। যেমন: JNU <space> Roll Number <space> Unit D  লিখে 16242 নম্বরে সেন্ড করলে ফিরতি ম্যাসেজে ফলাফল জানা যাবে। মৌখিক পরীক্ষার সময়সূচী পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও পত্রিকার মাধ্যমে জানানো হবে।

How to make a free wonderful website in bangle

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে চলতে ইনটারনেট ব্যাবহার অপরিহার্য। কিন্তু এই ইন্টারনেট ব্যাবহারকে অর্থপূর্ণ করা সহজ। আপনি চাইলে আপনার মেধা দিয়ে ইন্টারনেটের দ্বারা উপকৃত হতে পারেন।

ফ্রি ওয়েবসাইট খুলে আপনার সাইটকে অর্থপূর্ণ করুন। গুগল আ্যডসেন্সের মাধ্যমে উপার্জন করুন।

ই-ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সহজেই ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় তা দেখব।

প্রথমে নিম্নের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
www.blogger.com
এর পর এই সাইট আসবে। এখাকে ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করতে হবে।

এখন একটা নতুন পেজ আসবে এখানে গুগল এ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে নির্ধারিত ঘরগুলো পুরক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।


তারপর আমরা মূল ব্লগসাইটে প্রবেশ করব এখাকে ব্লগের নাম এবং ওয়েব এ্যাড্রেস দিতে হরে। মনে রাখবেন এই ওয়েব সাইট ব্রাউজ করেই মুলত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত স্থানে ওয়েব এ্যাড্রেস লিখে চেক কওে নিতে হবে এই নামে অন্য কোন সাইট আছে কিনা।
http://www.bdblogger24.blogspot.com/


চেক করে এই নামে অন্য সাইট থাকলে চেন্জ করে এভেইলেবল একটি সাইট এ্যাড্রেস দিব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব।
http://www.bdblogger24.blogspot.com/


তারপর যে সাইটটি প্রবেশ করবে সেখানে আমাদের ব্লগের আউটলুক সেট করতে হবে। যে কোন একটি টেমপ্লেট চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/


এরপর আমাদেও ব্লগ সাইটটি তৈরি হয়ে যাবে। স্টার্ট ব্লগ বাটনে ক্লিক করে সাইটে প্রবেশ করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/



এখন আপনার ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার নির্দিষ্ট এ্যাড্রেস লিখে ব্রাউজ করলে আপনার সাইটের টেমপ্লেট শো করবে।
http://www.bdblogger24.blogspot.com/

এখন আপনার সাইটে আপনি ব্লগ পোস্ট করে পাবলিশ করতে পাবেন। আপনার সাইটটি  তথ্যপূর্ণ করে প্রকাশ করুন। সবার কাছে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করুন।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান।

IF you feel cool response please. 


ত্রিভুজের একটিবাহু বর্ধিত করলে তৈরি হওয়া বহিঃস্থকোণটি অন্থঃস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান

উপপাদ্য- “ত্রিভুজের একটিবাহু বর্ধিত করলে তৈরি হওয়া বহিঃস্থকোণটি অন্থঃস্থ কোণের বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান”

বিশেষ নির্বচন: মনেকরি ত্রিভুজ ABC এর বহি:স্থ <ACD. প্রমান করতে হবে যে <ABC+<BAC= <ACD.

অংকন: BC বাহু D পর্যন্ত বর্ধিত করি।

প্রমান: ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ

 ত্রিভুজ ABC এ <ABC+<BAC+<ACB = 180ডিগ্রি

                             বা, <ABC+<BAC = 180ডিগ্রি - <ACB .............সমিকরণ----১

একই ত্রিভুজের অন্ত:স্থ এবং বহি:স্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণ

আবার  ত্রিভুজ ABC এ বহি:স্থ<ACD + অন্:স্থ<ACB    = 180ডিগ্রি

                           বা, বহি:স্থ<ACD =  180ডিগ্রি - <ACB .............সমিকরণ----২


 সমিকরণ----১ ও ২ হতে পাই, <ABC+<BAC= <ACD (প্রমাণিত)           
 

হুমায়ুন স্বরণে নিউ ইয়র্কে হুমায়ূন মেলা

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে শুরু হচ্ছে ‘হুমায়ূন স্মৃতি মেলা’।

নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে শুক্রবার শুরু হতে যাওয়া এই মেলা চলবে পাঁচ দিন।
প্রয়াত লেখকের জীবনের শেষ সময়ের কিছু নিদর্শনও মেলায় থাকবে বলে জানিয়েছেন এর আয়োজনকারী ‘মুক্তধারা’র কর্ণধার বিশ্বজিত সাহা।

বাংলাদেশের, বাঙালির, বাংলা ভাষাভাষীর লেখালেখির ভুবনে প্রবাদপুরুষ, কিংবদন্তিসম ব্যক্তিত্ব এ-কালের শরৎচন্দ্র' হুমায়ূন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ জুলাই বাংলাদেশ সময় রাত ১১টা ২০ মিনিটে তিনি অন্তিম শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।

১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিন। সে দিন মেলার সমাপনীতে কেক কাটা হবে। এর আগের চার দিন তার লেখা সব বই এবং তার নির্মিত নাটক প্রদর্শিত হবে।

“লেখকের জীবনী নিয়ে তার ঘনিষ্ঠ সাহিত্যিকরা স্মৃতিচারণমূলক আলোচনায়ও মিলিত হবেন,।”
গত বছর নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মুক্তধারার উদ্যোগে জনপ্রিয় এই লেখকের জন্মদিন উদযাপিত হয়। সেটি ছিল লেখকের জীবদ্দশায় শেষ জন্মদিন। ওই অনুষ্ঠানেই ‘রং পেন্সিল’ গ্রন্থের মোড়ক উন্মোচন হয়।

বাংলাদেশের লেখালেখির ভুবনে প্রবাদপুরুষ হুমায়ূন আহমেদ সত্তর দশকের শুরুতে ছাত্র অবস্থাতেই লেখালেখি শুরু করেন। তবে ১৯৭২ সালে তাঁর প্রথম উপন্যাস নন্দিত নরকে প্রকাশিত হওয়ার পরেই পাঠকের মন জয় করে নেন। একটা পর্যায়ে তিনি অধ্যাপনা ছেড়ে লেখালেখি, নাটক ও চলচ্চিত্র নির্মাণে নিমগ্ন হন। অসংখ্য বিটিভি নাটক ও প্যাকেজ নাটকের নির্মাতা তিনি। তাঁর নির্মিত প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি, শ্যামল ছায়া, শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারী, চন্দ্রকথা প্রভৃতি চলচ্চিত্র কেবল সুধীজনের প্রশংসাই পায়নি, মধ্যবিত্ত দর্শককেও হলমুখী করেছে বহু দিন পর।