How to make a free wonderful website in bangle

বর্তমানে তথ্য প্রযুক্তির যুগের সাথে তাল মিলিয়ে চলতে ইনটারনেট ব্যাবহার অপরিহার্য। কিন্তু এই ইন্টারনেট ব্যাবহারকে অর্থপূর্ণ করা সহজ। আপনি চাইলে আপনার মেধা দিয়ে ইন্টারনেটের দ্বারা উপকৃত হতে পারেন।

ফ্রি ওয়েবসাইট খুলে আপনার সাইটকে অর্থপূর্ণ করুন। গুগল আ্যডসেন্সের মাধ্যমে উপার্জন করুন।

ই-ব্লগার এবং ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে সহজেই ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়। এখন আমরা ব্লগারের মাধ্যমে কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায় তা দেখব।

প্রথমে নিম্নের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
www.blogger.com
এর পর এই সাইট আসবে। এখাকে ক্রিয়েট ইউর ব্লগ এ ক্লিক করতে হবে।

এখন একটা নতুন পেজ আসবে এখানে গুগল এ্যাকাউন্ট তৈরি করতে হবে।

এখানে নির্ধারিত ঘরগুলো পুরক করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।


তারপর আমরা মূল ব্লগসাইটে প্রবেশ করব এখাকে ব্লগের নাম এবং ওয়েব এ্যাড্রেস দিতে হরে। মনে রাখবেন এই ওয়েব সাইট ব্রাউজ করেই মুলত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। নির্ধারিত স্থানে ওয়েব এ্যাড্রেস লিখে চেক কওে নিতে হবে এই নামে অন্য কোন সাইট আছে কিনা।
http://www.bdblogger24.blogspot.com/


চেক করে এই নামে অন্য সাইট থাকলে চেন্জ করে এভেইলেবল একটি সাইট এ্যাড্রেস দিব। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করব।
http://www.bdblogger24.blogspot.com/


তারপর যে সাইটটি প্রবেশ করবে সেখানে আমাদের ব্লগের আউটলুক সেট করতে হবে। যে কোন একটি টেমপ্লেট চুজ করে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/


এরপর আমাদেও ব্লগ সাইটটি তৈরি হয়ে যাবে। স্টার্ট ব্লগ বাটনে ক্লিক করে সাইটে প্রবেশ করতে হবে।
http://www.bdblogger24.blogspot.com/



এখন আপনার ব্লগ সাইট তৈরি হয়ে গেছে। এখন আপনি আপনার নির্দিষ্ট এ্যাড্রেস লিখে ব্রাউজ করলে আপনার সাইটের টেমপ্লেট শো করবে।
http://www.bdblogger24.blogspot.com/

এখন আপনার সাইটে আপনি ব্লগ পোস্ট করে পাবলিশ করতে পাবেন। আপনার সাইটটি  তথ্যপূর্ণ করে প্রকাশ করুন। সবার কাছে আপনার ক্রিয়েটিভিটি প্রকাশ করুন।
পোস্টটি ভালো লাগলে কমেন্ট করে জানান।

IF you feel cool response please. 


No comments:

Post a Comment