খুলনা বিভাগ

সংক্ষিপ্ত বিবরণ
বাংলাদেশের সমুদ্রউপকুলীয় দক্ষিনাঞ্চলের প্রাকৃতিক সৈন্দর্যমন্ডিত জনপদ খুলনা বিভাগ। দেশের শিল্প, সাহিত্যে খুলনা বিভাগের গুরুত্ব অপরিহার্য।

সিমানা: খুলনা বিভাগের উত্তওে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও পদ্মা নদী। দক্ষিনে বঙ্গোপসাগর। পূর্বে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও মেঘনা নদী। এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

আয়তন: খুলনা বিভাগের আয়তন বাইশ হাজার চারশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার। 

জনসংখ্যা: খুলনা বিভাগের জনসংখ্যা প্রায় এক কোটি একত্রিশ লক্ষ তেত্রিশ হাজার জন।

জেলা: খুলনা বিভাগ দশটি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হল:

১.    খুলনা
২.    ইড়াইল
৩.    কুষ্টিয়া
৪.    মেহেরপুর
৫.    চুয়াডাঙ্গা
৬.    ঝিনাইদাহ
৭.    মাগুরা
৮.    যশোর
৯.    সাতক্ষীরা
১০.    বাগেরহাট

No comments:

Post a Comment