ঢাকা বিভাগ

 সংক্ষিপ্ত বিবরণ
ঢাকা বাংলাদেশের রাজধানী ও বিভাগীয় শহর। দেশের সাতটি বিভাগের মধ্যে ঢাকা অন্যতম। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক দিক দিয়ে ঢাকা অত্যন্ত সমৃদ্ধশালী। ঢাকা বিভাগের জেলা সমুহ শিক্ষায়, সাহিত্যে ও সংস্কৃতিতে সমুন্নত।

ঢাকা (ইংরেজি: উযধশধ, অতীতে উধপপধ বানানটি ব্যবহৃত হত) বাংলাদেশের সংবিধানের ৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহরও বটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। ঢাকার মহানগর এলাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত।

সিমানা: ঢাকা বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলনা ও রাজশাহী বিভাগ অবস্তিত।

আয়তন: ঢাকা বিভাগের আয়তন একত্রিশ হাজার একশত আটাত্তর বর্গ কিলোমিটার।

জনসংখ্যা: ঢাকা বিভাগের জনসংখ্যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার জন।

জেলা: ঢাকা বিভাগে মোট সতেরটি জেলা। জেলা গুলো হল:

১.    ঢাকা
২.    গাজীপুর
৩.    নেত্রকোনা
৪.    এয়মনসিংহ
৫.    শেরপুর
৬.    জামালপুর
৭.    টাঙ্গাইল
৮.    কিশোরগঞ্জ
৯.    মানিকগঞ্জ
১০.    নরসিংদী
১১.    নারায়নগঞ্জ
১২.    মুন্সিগঞ্জ
১৩.    ফরিদপুর
১৪.    রাজবাড়ী
১৫.    গোপালগঞ্জ
১৬.    মাদারীপুর এবং
১৭.    শরীয়তপুর

No comments:

Post a Comment