ঢাবি, কুয়েট এবং এএফএমসিতে ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী বিপাকে


খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট),আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(এএফএমসি) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু হাজার হাজার শিক্ষার্থী বিপাকে পড়েছে। ঢাবি ডি, কুয়েট এবং এএফএমসিতে একই সাথে আগামীকাল নভেম্বর শুক্রবার , ২০১২ সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে যারা এই তিনটি প্রতিষ্ঠানে ভর্তি হবার জন্যে আবেদন পত্র সংগ্রহ করেছিল তারা যেকোন একটি প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

একই দিনে একই সময়ে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করায় এই জটিলতার সৃষ্টি হয়েছে প্রশাসনের এই কর্মকান্ডের ফলে বিপাকে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলের হাজারো ভর্তিচ্ছুক শিক্ষার্থী এবং অবিভাবকেরা

উল্লেখ্য এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ক্যাম্পাসের বাইরের ২৭টি কেন্দ্রসহ মোট ৭৯টি কেন্দ্রে ৭৮ হাজার ৩শ ৪১জন ভর্তিচ্ছুক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবে খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(কুয়েট) এবং আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ(এএফএমসি) এই দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে
ঢাকা বিশ্ববিদ্যালয়েরডি”(সম্মিলিত) ইউনিটের ভর্তির জন্য বিজ্ঞান,ব্যবসায় শিক্ষা এবং মানবিক সব বিভাগের ছাত্র-ছাত্রীরাই আবেদন পত্র সংগ্রহ করতে পারে ফলে এই ভর্তি পরীক্ষা সবসময়ই অনেক বড় আঙ্গিকে হয় এবং অন্যসব প্রতিষ্ঠানের পরে হয় কিন্তু এইবারডিইউনিটের পরীক্ষার সময় পরিবর্তন করায় এই সমস্যার সৃষ্টি হয়েছে

ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের দাবী বিজ্ঞান বিভাগের সকল ছাত্রের এই তিনটি প্রতিষ্ঠানেরই আবেদন পত্র সংগ্রহ করার অনুমতি খাকায় বেশিরভাগ শিক্ষার্থী তিনটি শিক্ষা প্রতিষ্ঠানেরই ভর্তি ফরম পূরণ করেছি, কিন্তু একই দিনে পরীক্ষা হওয়ায়আমরা সিদ্ধান্তহীনতায় পড়েছি।
অভিবাবকেরা বলেছেন, ঐ তিন শিক্ষা প্রতিষ্ঠানের একই দিনে পরীক্ষা গ্রহণ করা অনুচিত। আগে থেকে পরীক্ষার তারিখ নির্ধারন না করে ভর্তি ফর্ম বিক্রি করেছে। এখন সন্তানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছি।

আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর ভর্তি সূত্র জানায় তাদের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে যারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে শুধু তাদের মধ্য থেকেই সাক্ষাতকারের জন্য মননোয়ন দেয়া হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক . আরেফিন সিদ্দিক বলেন,‘আমরা অনেক আগেই নোটিশ দিয়েছি যে এইবার আমাদের ডি ইউনিটের পরীক্ষা আগে অনুষ্ঠিত হবে এখন যদি কোনো প্রতিষ্ঠান আমদের সাথে একই দিনে পরীক্ষা নেন তাহলে তো আমাদের কিছু করার থাকে না আর এই পরীক্ষার পরিধি অনেক ব্যাপক বিশাল হওয়ার কারণে এখন কোনো সিদ্ধান্ত নিলে অনেক শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্থ হবে

1 comment: