জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘ডি ইউনিট’ ভর্তি পরীক্ষার আসন বিন্যাস

আগামী ৯ নভেম্বর (শুক্রবার) একযোগে একুশটি পরীক্ষা কেন্দ্রে বিকাল ৩:০০ থেকে ৪:৩০টা পর্যন্ত ২০১২-১৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ‘ডি’ ইউনিটে ৫৪০টি  আসনের (মানবিক-৪১০টি, বিজ্ঞান-৮১টি, বাণিজ্য ও অন্যান্য-৪৯টি) বিপরীতে ৪৩,৬৬২ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য আবেদন করেছে।
১৪০০০০১ থেকে ১৪০৭৫০০ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (সদরঘাট সংলগ্ন),
১৪০৭৫০১ থেকে ১৪০৮৮০০ পর্যন্ত পগোজ স্কুলে (জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন),
১৪০৮৮০১ থেকে ১৪০৯৮০০ পর্যন্ত ঢাকা কলেজিয়েট স্কুলে (সদরঘাট, ঢাকা),
১৪০৯৮০১ থেকে ১৪১০৮০০ পর্যন্ত ঢাকা গভর্ণমেন্ট মুসলিম হাই স্কুল (বাহাদুরশাহ পার্ক, ঢাকা),
১৪১০৮০১ থেকে ১৪১২৮০০ পর্যন্ত সরকারি কবি নজরুল কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১২৮০১ থেকে ১৪১৪৩০০ পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১৪৩০১ থেকে ১৪১৬৩২০ পর্যন্ত সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে (লক্ষ্মীবাজার, ঢাকা),
১৪১৬৩২১ থেকে ১৪১৭৭২০ পর্যন্ত ফজলুল হক মহিলা কলেজে (গেন্ডেরিয়া, ঢাকা),
১৪১৭৭২১ থেকে ১৪১৯৭২০ পর্যন্ত শেখ বোরহানুদ্দিন কলেজে (চানখাঁরপুল, ঢাকা),
১৪১৯৭২১ থেকে ১৪২০৯৭০ পর্যন্ত ইঞ্জিনিয়ারিং ইউভার্সিটি স্কুল এন্ড কলেজে (বুয়েট ক্যাম্পাস, ঢাকা),
১৪২০৯৭১ থেকে ১৪২২৩৭০ পর্যন্ত উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা),
১৪২২৩৭১ থেকে ১৪২৩৫৭০ পর্যন্ত আজিমপুর গার্লস স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪২৩৫৭১ থেকে ১৪২৪৭৭০ পর্যন্ত অগ্রণী স্কুল এন্ড কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪২৪৭৭১ থেকে ১৪৩০৭৭০ পর্যন্ত ইডেন মহিলা কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪৩০৭৭১ থেকে ১৪৩২২৭০ পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি কলেজে (আজিমপুর, ঢাকা),
১৪৩২২৭১ থেকে ১৪৩৫২৭০ পর্যন্ত ঢাকা কলেজে (ঢাকা),
১৪৩৫২৭১ থেকে ১৪৩৭০৩৫ পর্যন্ত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে (মিরপুর, ঢাকা),
১৪৩৭০৩৬ থেকে ১৪৩৮৭৩৫ পর্যন্ত আইডিয়াল কলেজে (সেন্ট্রাল রোড, ধানমন্ডি, ঢাকা),
১৪৩৮৭৩৬ থেকে ১৪৪০২৩৫ পর্যন্ত ধানমন্ডি গভর্ণমেন্ট বয়েজ স্কুলে (ধানমন্ডি, ঢাকা),
১৪০০২৩৬ থেকে ১৪৪১৭৩৫ পর্যন্ত মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে (মতিঝিল, ঢাকা),
১৪৪১৭৩৬ থেকে ১৪৪৩৬৯১ পর্যন্ত এবং ১৪৪৩৭০১ থেকে ১৪৪৩৭০৮ পর্যন্ত মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীকে ভর্তি পরীক্ষার দিনে এইচ.এস.সি./সমমান-এর মূল রেজিস্ট্রেশন কার্ড ও তার দুই কপি সত্যায়িত ফটোকপি এবং দুই কপি রঙিন পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবির পেছনে পরীক্ষার্থীর নাম, SMS -এর মাধ্যমে প্রাপ্ত রোল নম্বর বাংলায় ও ইংরেজিতে লিখে উক্ত ছবি দুটির প্রত্যেকটি পৃথকভাবে ফটোকপিকৃত রেজিস্ট্রেশন কার্ডের বাম দিকে উপরে স্ট্যাপলার পিন দিয়ে সংযুক্ত করে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপির উপরের অংশে উক্ত রোল নম্বর বাংলা ও ইংরেজিতে লিখতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষার হলে পরীক্ষার্থী কর্তৃক আনিত এইচ.এস.সি./সমমান পরীক্ষার ফটোকপিকৃত (সত্যায়িত) দুইটি রেজিস্ট্রেশন কার্ডের একটি শিক্ষার্থীকে প্রবেশপত্র হিসেবে প্রদান করবে। অন্যটি পরীক্ষার হলে জমা রাখা হবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা সংরক্ষণ করবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ডিজিটাল ঘড়ি বা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার বিস্তারিত আসনবিন্যাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট-এ (www.jnu.ac.bd) পাওয়া যাচ্ছে।

No comments:

Post a Comment