পরিবহন সঙ্কট ইস্যুতে জবি শিক্ষক সমিতির অবস্থান ধর্মঘট

পরিবহন সঙ্কট নিরসনের দাবিতে অবস্থান ধর্মঘট করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।
রোববার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে  প্রায় ৫০ জন শিক্ষক এ ধর্মঘট পালন করেন।
বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিবহন ব্যবস্থার উন্নতি এবং নষ্ট হয়ে যাওয়া গাড়িগুলো বদল করে নতুন গাড়ির দাবী করেন ধর্মঘটে অববস্থানকারী শিক্ষকরা।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. সেলিম বলেন, “শিক্ষকদের পরিবহন সঙ্কট নিরসন এবং পুরনো ও নষ্ট হয়ে যাওয়া  গাড়গুলো বদল না করা পর্যন্ত আমরা এ ধর্মঘট চালিয়ে যাব।
এ প্রসঙ্গে উপার্চায মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “শিক্ষক সমিতির সঙ্গে কথা বলে এ সমস্যার সমাধান করা হবে।”
শিক্ষকরা জানান, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আবাসন ব্যবস্থা না থাকায় তাদের প্রতিদিন দূর দূরান্ত থেকে এসে নির্ধারিত সময়ে ক্লাস নিতে হয়। অথচ প্রায় সাড়ে তিনশ শিক্ষকের জন্য বাস রয়েছে মাত্র পাঁচটি। এ কারণে মিরপুর, উত্তরা, সাভার, নারায়ণগঞ্জ, খিলগাঁওসহ বিভিন্ন এলাকার শিক্ষকদের ক্যাম্পাসে আসতে প্রতিদিন ব্যাপক ভোগান্তি পোহাতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক এডুকেশন২৪কে বলেন, লোকাল বাসে করে ঝুলে ঝুলে আসা, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কী করে শোভা পায়? এ কারণে মাঝে মাঝে দেরিতে আসায় শিক্ষার্থীদের ক্লাস নিতে পারেননা শিক্ষকরা।
শিক্ষক আবাসন না থাকা এবং পরিবহন ব্যবস্থার নাজুক পরিস্থিতি তীব্র সেশনজটের ও কারণ বলে উল্লেখ করেন শিক্ষকদের একটি মহল।

No comments:

Post a Comment