সর্বকালের সেরা হরর মুভি- 'দ্যা শাইনিং'

সম্প্রতি আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সর্বকালের সেরা হরর সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৮০ সালের ক্ল্যাসিক হরর সিনেমা ‘দ্যা শাইনিং’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এবং জ্যাক নিকলসন অভিনীত এই সিনেমাটি দর্শকদের ভোটে এবং রেটিংয়ে সর্বকালের সেরা হরর সিনেমার খেতাব পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালের সিনেমা ‘এলিয়েন’ এবং ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘শন অফ দ্যা ডেড’।

‘পিপল’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, আলফ্রেড হিচককের ‘সাইকো’ (১৯৬০) এবং ‘ক্লোভারফিল্ড’ (২০০৮)  রয়েছে শীর্ষ পাঁচ সিনেমার তালিকায়।

এমা স্টোন অভিনীত ২০০৯ সালের সিনেমা ‘জম্বিল্যান্ড’ রয়েছে ষষ্ঠ স্থানে এবং সিরিয়াল কিলার মুভিসিরিজ ‘স’ রয়েছে সপ্তম স্থানে। এছাড়া সেরা দশের তালিকায় রয়েছে ১৯৭৩ সালের ‘দি এক্সরসিস্ট’, ২০০২ সালের ‘২৮ ডেজ লেটার’ এবং জনি ডেপ অভিনীত ২০০৭ সালের সিনেমা ‘সুইনি টড: দ্যা ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট’।

No comments:

Post a Comment