চট্টগ্রাম বিভাগ

সংক্ষপ্তি বিবরন
প্রাকৃতিক সৈন্দর্যেও প্রাচুর্যময় জনপদ চট্টগ্রাম বিভাগ। দেশের স্বাধীনতা সংগ্রাম তথা শিল্প সাহিত্যে চট্টগ্রাম বিভাগের গুরুত্ব অপরিহার্য। চট্টগ্রাম বিভাগে সর্বপ্রতম মুক্তিযুদ্ধের স্বপক্ষে শসস্ত্র যুদ্ধ শুরু হয়।

সিমানা: চট্টগ্রাম বিভাগের উত্তরে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্য অবস্থিত। দক্ষিনে বঙ্গপসাগর, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও মায়ানমার অবস্থিত। পশ্চিমে মেঘনা নদী, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ অবস্থিত।

আয়তন: চট্টগ্রাম বিভাগের আয়তন বত্রিশ হাজার ছয়শত পঁচাত্তর বর্গকিলোমিটার।

জনসংখ্যা: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা প্রায় দুই কোটি ষোল লক্ষ সাইত্রিশ হাজার আটশ পঁয়তাল্লিশ জন।
জেলা: চট্টগ্রাম বিভাগ এগারটি জেলা নিয়ে গঠিত। জেলা গুলি হল:

১.    চট্টগ্রাম
২.    ঊ্রাক্ষ্মনবাড়িয়া
৩.    কুমিল্লা
৪.    চাঁদপুর
৫.    লক্ষীপুর
৬.    নোয়াখালী
৭.    ফেনী
৮.    কক্সবাজার
৯.    খাগড়াছড়ি
১০.    রাঙ্গামাটি এবং
১১.    বান্দরবন

No comments:

Post a Comment