সাহিত্য বিষয়ক জিজ্ঞাসা

কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

প্র: সাহিত্য কথাটি কোন শব্দ থেকে এসেছে?
উ: ‘সহিত’ শব্দ থেকে।
প্র: " একের ‘সহিত‘ আন্যের মিলনের মাধ্যমই হল সাহিত্য”- কে বলেছেন?
উ: রবীন্দ্রনাথ ঠাকুর।
প্র: বাঙালির প্রথম উত্তরাধিকার বলতে কী বোঝায়?
উ: ভারতীয় পুরাণ থেকে সাহিত্যবস্তু গ্রহন।
প্র: বাংলা সাহিত্যের প্রাচীন গ্রন্থের নাম কী?
উ: চর্যাপদ।
প্র:  বাঙালী কখন থেকে আপন বিশিষ্ট স্বভাবধর্মে স্থিতি লাভ করে?
উ: পাল আমল থেকে।
প্র: প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় কার গ্রন্থে প্রথম গুরুত্বসহকারে উল্লেখ করা হয়েছে?
উ: ড. নীহাররঞ্জন রায়ের ‘বাঙালীর ইতিহাস‘ গ্রন্থে।

No comments:

Post a Comment