জগন্নাথ বিশ্ববিদ্যালয় B’ ইউনিটের ২য় সাক্ষাৎকারের সময়সূচী

জগন্নাথ বিশ্ববিদ্যালয় B’ ইউনিটের ২য় সাক্ষাৎকারের সময়সূচী

স্থানঃ ডীন অফিস, কলা অনুষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

মেধাক্রম ১০০১-১৩০০

* পুরাতন বিজন্সে স্টাডিজ ভবনের ৪০১ ও ৪০৪ নং কক্ষে সকাল ৮:৩০ থেকে সকাল ৯:৩০ পর্যন্ত চয়েস ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে।

*আসন পূর্ণ হওয়া মাত্র সাক্ষাৎকার স্থগিত হয়ে যাবে। ২য় ভর্তি শেষে আসন শূণ্য থাকা সাপেক্ষে ৩য় সাক্ষাৎকারের সমসূচীর বিজ্ঞপ্তি সম্ভাব্য ২৯/০১/২০১৩ তারিখে প্রকাশিত হবে।

ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রীদের জন্য জ্ঞাতব্যঃ

১। নির্দিষ্ট মেধাক্রমধারীদের মধ্য থেকে মেধাক্রমানুযায়ী এবং অন্যান্য শর্তাবলী পূরণ ও আসন শূন্য থাকা সাপেক্ষে ছাত্র-ছাত্রীদের বিষয়ভিত্তিক ভর্তির অনুমোদন দেয়া হবে।

২। কোন প্রার্থী নির্ধারিত তারিখে সাক্ষাৎকারে উপস্থিত না হলে তার সাক্ষাৎকার গ্রহণ করা হবে না।

৩। কোন প্রার্থী তার সাক্ষাৎকারের দিন নির্ধারিত সময়ের পরে উপস্থিত হলে তখন যে বিষয়ে আসন শূণ্য থাকবে (যদি আসন শূন্য থাকে) সে বিষয়ে ভর্তির সুযোগ পেতে পারে।

৪। প্রার্থীকে ভর্তি পরীক্ষা ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র, মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মূল সনদপত্র/প্রশংসাপত্র, উচ্চ মাধ্যমিক পরীক্ষার মুল রেজিস্ট্রেশন কার্ড ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। এ ছাড়াও ভর্তি বিষয়ে ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি নির্দেশিকা ২০১২-২০১৩ তে উল্লেখিত ‘১১’ ও ‘১২’ নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করতে হবে।

৫। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার গ্রহণের দিন হতে ৩ (তিন) দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় সে আর ভর্তি হতে পারবে না।

৬। কলা ও আইন অনুষদের বিভাগসমূহে ভর্তির জন্য সর্বমোট আনুমানিক ১৩,৫০০/- (তের হাজার পাঁচশত) টাকা প্রয়োজন হতে পারে।

৭। ৩ ফেব্রুয়ারী ২০১৩ হতে সকল বিভাগে ক্লাস শুরু হবে। ক্লাস শুরুর ১৫ দিনের মধ্যে ক্লাসে যোগদান না করলে বিশ্বদ্যিালয়ের সেমিস্টার রুলস অনুযায়ী ভর্তি বাতিল বলে গণ্য হবে।

‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ শীর্ষক আন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত

আজ (১৭ জানুয়ারি ২০১৩, বৃহস্পতিবার) সকাল ১১টায় উদ্ভিদ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ (Diagnostic Plant Pathology) শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ম্যাসাচুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট এল. উইক (Prof. Robert L. Wick)। তিনি বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদের রোগতাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ‘প্লান্ট ডিজিজেজ ইন বাংলাদেশ’ (Plant Diseases in Bangladesh) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান উপস্থিত ছিলেন। সেমিনারটি সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী সাখওয়াত হোসেন। এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ অনার্স-এর ‘বি’ ইউনিট ও ‘ডি’ ইউনিটের ২য় সাক্ষাৎকার তলিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের সম্মান শ্রেণীর ‘বি’, ও ‘ডি’ ইউনিটের মেধানুসারে ২য় সাক্ষাৎকারের সময়সূচী প্রকাশ করা হয়েছে। ‘বি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২৪ জানুয়ারি সকাল ৯.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ১০০১ থেকে ১৩০০ পর্যন্ত এবং দুপুর ১.৩০টায় মেধাক্রম ১৩০১ থেকে ১৬০০ পর্যন্ত সাক্ষাৎকার কলা অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, পুরাতন বিজনেস স্টাডিজ ভবনের ৪০১ ও ৪০৪নং কক্ষে সকাল ৮.৩০ থেকে সকাল ৯.৩০ পর্যন্ত চয়েস ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে।

‘ডি’ ইউনিটে প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত পরীক্ষার্থীদের মধ্যে ২৩ জানুয়ারি সকাল ৯.৩০টায় মানবিক শাখার মেধাক্রম ৬০১ থেকে ৭৪৫ পর্যন্ত, দুপুর ১.৩০টায় মেধাক্রম ৭৪৬ থেকে ৮৫০ পর্যন্ত, ২৪ জানুয়ারি সকাল ৯.৩০টায় বিজ্ঞান শাখার মেধাক্রম ২৫১ থেকে ৩৫০ পর্যন্ত এবং দুপুর ১.৩০টায় বাণিজ্য ও অন্যান্য শাখার মেধাক্রম ১২১ থেকে ১৭০ পর্যন্ত শিক্ষার্থীদের সাবজেক্ট চয়েস ফরম পূরণ ও সাক্ষাৎকার সামাজিক বিজ্ঞান ভবন-১-এর ১০০৩নং কক্ষে গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০১২-১৩ শিক্ষাবর্ষে ‘সি’ ইউনিটের বিবিএ প্রোগ্রামের নির্ধারিত সংখ্যক আসনের মনোনয়ন সম্পন্ন হওয়ায় সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীকে নির্ধারিত সময়ে সশরীরে উপস্থিত হতে হবে। কোন প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত না হতে পারলে পরবর্তীতে আর বিবেচিত হবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীকে উচ্চমাধ্যমিক/সমমান এবং এস,এস,সি/সমমান পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র/গ্রেডশীট, সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ড এবং পার্সপোর্ট ও ষ্ট্যাম্প সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে। ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীকে সাক্ষাৎকার গ্রহণের দিন হতে তিন দিনের মধ্যে প্রাপ্ত বিষয়ে অবশ্যই ভর্তি হতে হবে, অন্যথায় ভর্তি হতে পারবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ডবনংরঃব-এ (www.jnu.ac.bd) পাওয়া যাবে। আসন পূর্ণ হওয়া মাত্রই সাক্ষাৎকার স্থগিত করা হবে।

জবি সি ইউনিটের সাক্ষাৎকার স্থগিত

জগন্নাথ ইউনিভার্সিটি স্টুডেন্ট নেটওয়ার্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি-ইউনিটের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে বিবিএ প্রোগ্রামের সাক্ষাৎকার স্থগিত করা হয়েছে।

ব্যবসায় শিক্ষা অনুষদ এর ডীন প্রফেসর ড. এম. আবু মিছির এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান হয় বিবিএ প্রোগ্রামের জন্য নির্ধারিত সংখ্যক আসনের মনোনয়ন সম্পন্ন হওয়ায় ১৭/০১/২০১৩ ইং তারিখে নির্ধারিত সাক্ষাৎকার স্থগিত করা হল।

উল্লেখ্য যে, আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারের পরবর্তি সময়সূচী ডীন অফিসের নোটিশ বোর্ড, বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটের মাধ্যমে জানানো হবে।

জবিতে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবি উদীচীর

যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে উদীচী জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যায়ের ভাস্কর্য চত্বরে এই অনুষ্ঠানে সংহতি জানান, বিভিন্ন বিভাগের শিক্ষকসহ আমরা মুক্তিযোদ্ধার সন্তান জবি শাখা, জবি চলচ্চিত্র সংসদ, ছাত্রলীগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রীসহ বিভিন্ন সংগঠন।

সংহতি প্রকাশ করে জবি ট্রেজারার অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া বলেন, দ্রুত যুদ্ধাপরাধের বিচার না করা না গেলে ১৯৭১-এ শহীদ মুক্তিযোদ্ধা, ধর্ষিত, নিহত নারীর আত্মা শান্তি পাবে না। জাতি কলঙ্কমুক্ত হবে না। তাই দ্রুত এই বিচার শেষ করতে হবে। আরো বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, অধ্যাপক ড. হোসনে আরা জলি প্রমুখ। ব্যক্তিগত কাজে এসে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দীয় সংসদের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। 

দিনব্যাপী এ অনুষ্ঠানে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে গান, কবিতা আবৃত্তি, নাটক পরিবেশন করে উদীচীর শিল্পীরা।