‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ শীর্ষক আন্তজাতিক সেমিনার অনুষ্ঠিত

আজ (১৭ জানুয়ারি ২০১৩, বৃহস্পতিবার) সকাল ১১টায় উদ্ভিদ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ডায়াগোনোস্টিক প্লান্ট প্যাথোলজি’ (Diagnostic Plant Pathology) শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আমেরিকার ম্যাসাচুয়েট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট এল. উইক (Prof. Robert L. Wick)। তিনি বাংলাদেশের বিভিন্ন উদ্ভিদের রোগতাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করেন। সেমিনারে ‘প্লান্ট ডিজিজেজ ইন বাংলাদেশ’ (Plant Diseases in Bangladesh) শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ট্রেজারার অধ্যাপক সেলিম ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. আবু জাফর মোহাম্মদ রুহুল মোমেন এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ কামরুল আলম খান উপস্থিত ছিলেন। সেমিনারটি সভাপতিত্ব করেন উদ্ভিদবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাসনা হেনা বেগম। মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাজী সাখওয়াত হোসেন। এসময় বিভাগীয় শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment