জবিতে উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট নেটওয়ার্ক
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ ভর্তিতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া উন্নয়ন ফি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলসমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। গতকালার বেলা ১টায় মুক্তিযোদ্ধা ভাস্কর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে ঐ সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তারা দাবি করেন, গত বছর ভর্তির সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উন্নয়ন ফি বাবদহাজার টাকা নির্ধারণ করে। তখন ছাত্ররা ফি প্রত্যাহারের দাবি জানায়। প্রশাসনের সঙ্গে ছাত্রদের আলোচনা সাপেক্ষেহাজার টাকা কমানো হয়। এবং বাকি তিন হাজার টাকা ২০১২-১৩ সেশনে ভর্তির সময় থেকে না নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন চলতি বছরেও ভর্তির ক্ষেত্রেহাজার টাকা উন্নয়ন ফি ধার্য করেছে। সমাবেশে বক্তারা অবিলম্বে উন্নয়ন ফি বাতিলের দাবি জানান।

বিষয়ে ট্রেজারার, অধ্যপক মো: সেলিম ভূঁইয়া বলেন, বিষয়টি বিবেচনাধীন রয়েছে। আমরা ছাত্রদের সাথে দ্রুত আলোচনায় বসব। তিনি আরও বলেন, সুষ্ঠু ভাবে প্রথমদিনের সাক্ষাতকার গ্রহণ করা হয়েছে। ভর্তির বিষয়ে যেকোন ধরনের দূর্নীতি কঠোর হস্তে দমন করবে বিশ্ববিদ্যালয় প্রসাশন।

No comments:

Post a Comment