চট্টগ্রাম বিভাগ

সংক্ষপ্তি বিবরন
প্রাকৃতিক সৈন্দর্যেও প্রাচুর্যময় জনপদ চট্টগ্রাম বিভাগ। দেশের স্বাধীনতা সংগ্রাম তথা শিল্প সাহিত্যে চট্টগ্রাম বিভাগের গুরুত্ব অপরিহার্য। চট্টগ্রাম বিভাগে সর্বপ্রতম মুক্তিযুদ্ধের স্বপক্ষে শসস্ত্র যুদ্ধ শুরু হয়।

সিমানা: চট্টগ্রাম বিভাগের উত্তরে ভারতের মেঘালয়, আসাম ও ত্রিপুরা রাজ্য অবস্থিত। দক্ষিনে বঙ্গপসাগর, পূর্বে ভারতের মিজোরাম রাজ্য ও মায়ানমার অবস্থিত। পশ্চিমে মেঘনা নদী, ঢাকা বিভাগ ও বরিশাল বিভাগ অবস্থিত।

আয়তন: চট্টগ্রাম বিভাগের আয়তন বত্রিশ হাজার ছয়শত পঁচাত্তর বর্গকিলোমিটার।

জনসংখ্যা: চট্টগ্রাম বিভাগের জনসংখ্যা প্রায় দুই কোটি ষোল লক্ষ সাইত্রিশ হাজার আটশ পঁয়তাল্লিশ জন।
জেলা: চট্টগ্রাম বিভাগ এগারটি জেলা নিয়ে গঠিত। জেলা গুলি হল:

১.    চট্টগ্রাম
২.    ঊ্রাক্ষ্মনবাড়িয়া
৩.    কুমিল্লা
৪.    চাঁদপুর
৫.    লক্ষীপুর
৬.    নোয়াখালী
৭.    ফেনী
৮.    কক্সবাজার
৯.    খাগড়াছড়ি
১০.    রাঙ্গামাটি এবং
১১.    বান্দরবন

খুলনা বিভাগ

সংক্ষিপ্ত বিবরণ
বাংলাদেশের সমুদ্রউপকুলীয় দক্ষিনাঞ্চলের প্রাকৃতিক সৈন্দর্যমন্ডিত জনপদ খুলনা বিভাগ। দেশের শিল্প, সাহিত্যে খুলনা বিভাগের গুরুত্ব অপরিহার্য।

সিমানা: খুলনা বিভাগের উত্তওে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও পদ্মা নদী। দক্ষিনে বঙ্গোপসাগর। পূর্বে ঢাকা বিভাগ, বরিশাল বিভাগ ও মেঘনা নদী। এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত।

আয়তন: খুলনা বিভাগের আয়তন বাইশ হাজার চারশত পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার। 

জনসংখ্যা: খুলনা বিভাগের জনসংখ্যা প্রায় এক কোটি একত্রিশ লক্ষ তেত্রিশ হাজার জন।

জেলা: খুলনা বিভাগ দশটি জেলা নিয়ে গঠিত। জেলাগুলো হল:

১.    খুলনা
২.    ইড়াইল
৩.    কুষ্টিয়া
৪.    মেহেরপুর
৫.    চুয়াডাঙ্গা
৬.    ঝিনাইদাহ
৭.    মাগুরা
৮.    যশোর
৯.    সাতক্ষীরা
১০.    বাগেরহাট

'সবচেয়ে বিপদজনক তারকা' সানি!

পর্নো তারকা থেকে বলিউডি অভিনেত্রী বনে যাওয়া সানি লিওনি এবার নির্বাচিত হয়েছেন সাইবার জগতের ‘সবচেয়ে বিপদজনক তারকা’ হিসেবে। কারণ তাকে নিয়ে ইন্টারনেটে এত বেশি খোঁজ করা হয়, যে ইন্টারনেট ব্যবহারকারীদের কম্পিউটারের জন্য তা হতে পারে বিপদজনক। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।

ক্যাটরিনা কাইফ এবং কারিনা কাপুরকে পেছনে ফেলে ‘ম্যাকাফি’ অ্যান্টি-ভাইরাস কোম্পানির জরিপে এ বছরের সবচাইতে ‘বিপদজনক’ তারকার খেতাবটি অর্জন করেছেন সানি লিওনি। ইন্টারনেট ব্যবহারকারীরা অনলাইনে তাকে বেশি খোঁজ করেন। ফলে তাদের কম্পিউটারে ভাইরাস প্রবেশের সম্ভাবনা বেড়ে যায় বহুগুণ। অন্যান্য তারকার তুলনায় তার জন্য ঝুঁকির পরিমাণ শতকরা ৯ দশমিক ৯৫ হার ভাগ।

এদিকে ২০১১ এর ওই তালিকার এক নম্বর ক্যাটরিনা এবারে শতকরা ৮ দশমিক ২৫ ভাগ ঝুঁকি নিয়ে রয়েছেন দ্বিতীয় নম্বরে। তালিকায় ক্যাটরিনার ঠিক পেছনেই রয়েছেন কারিনা কাপুর; ইন্টারনেটে যাকে খোঁজ করলে ঝুঁকির পরিমাণ হবে শতকরা ৬ দশমিক ৬৭ ভাগ।

তালিকায় সেরা পাঁচ তারকার মধ্যে রয়েছেন যথাক্রমে প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসু। তাদের নিয়ে ঝুঁকির পরিমাণ শতকরা ৬ দশমিক ৫ এবং ৫ দশমিক ৫৮ ভাগ।

 সেরা দশের মধ্যে আরও রয়েছেন বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া বচ্চন এবং পুনম পাণ্ডে। অষ্টম অবস্থানে রয়েছেন সালমান খান। সেরা দশের তালিকায় স্থান পাওয়া একমাত্র পুরুষ তারকা তিনি।

সর্বকালের সেরা হরর মুভি- 'দ্যা শাইনিং'

সম্প্রতি আইএমডিবি (ইন্টারনেট মুভি ডাটাবেজ) সর্বকালের সেরা হরর সিনেমার একটি তালিকা প্রকাশ করেছে। তালিকার শীর্ষে রয়েছে স্ট্যানলি কুবরিক পরিচালিত ১৯৮০ সালের ক্ল্যাসিক হরর সিনেমা ‘দ্যা শাইনিং’। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার।

স্টিফেন কিং-এর উপন্যাস অবলম্বনে নির্মিত এবং জ্যাক নিকলসন অভিনীত এই সিনেমাটি দর্শকদের ভোটে এবং রেটিংয়ে সর্বকালের সেরা হরর সিনেমার খেতাব পেয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ১৯৭৯ সালের সিনেমা ‘এলিয়েন’ এবং ২০০৪ সালে মুক্তি পাওয়া ‘শন অফ দ্যা ডেড’।

‘পিপল’ ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, আলফ্রেড হিচককের ‘সাইকো’ (১৯৬০) এবং ‘ক্লোভারফিল্ড’ (২০০৮)  রয়েছে শীর্ষ পাঁচ সিনেমার তালিকায়।

এমা স্টোন অভিনীত ২০০৯ সালের সিনেমা ‘জম্বিল্যান্ড’ রয়েছে ষষ্ঠ স্থানে এবং সিরিয়াল কিলার মুভিসিরিজ ‘স’ রয়েছে সপ্তম স্থানে। এছাড়া সেরা দশের তালিকায় রয়েছে ১৯৭৩ সালের ‘দি এক্সরসিস্ট’, ২০০২ সালের ‘২৮ ডেজ লেটার’ এবং জনি ডেপ অভিনীত ২০০৭ সালের সিনেমা ‘সুইনি টড: দ্যা ডেমন বারবার অফ ফ্লিট স্ট্রিট’।

ঢাকা বিভাগ

 সংক্ষিপ্ত বিবরণ
ঢাকা বাংলাদেশের রাজধানী ও বিভাগীয় শহর। দেশের সাতটি বিভাগের মধ্যে ঢাকা অন্যতম। শিল্প, সাহিত্য ও সংস্কৃতিক দিক দিয়ে ঢাকা অত্যন্ত সমৃদ্ধশালী। ঢাকা বিভাগের জেলা সমুহ শিক্ষায়, সাহিত্যে ও সংস্কৃতিতে সমুন্নত।

ঢাকা (ইংরেজি: উযধশধ, অতীতে উধপপধ বানানটি ব্যবহৃত হত) বাংলাদেশের সংবিধানের ৫(ক) অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজধানী এবং ঢাকা বিভাগের প্রধান শহর। ঢাকা একটি মেগাসিটি এবং দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান শহরও বটে। বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই শহর বাংলাদেশের বৃহত্তম শহর। ঢাকার মহানগর এলাকার জনসংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। এটি বিশ্বের নবম বৃহত্তম এবং সর্বাপেক্ষা ঘন জনবহুল শহরগুলির অন্যতম। ঢাকা শহরটি মসজিদ শহর নামেও পরিচিত।

সিমানা: ঢাকা বিভাগের উত্তরে ভারতের মেঘালয় রাজ্য, দক্ষিণে বরিশাল বিভাগ, পূর্বে সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং পশ্চিমে খুলনা ও রাজশাহী বিভাগ অবস্তিত।

আয়তন: ঢাকা বিভাগের আয়তন একত্রিশ হাজার একশত আটাত্তর বর্গ কিলোমিটার।

জনসংখ্যা: ঢাকা বিভাগের জনসংখ্যা প্রায় তিন কোটি পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার জন।

জেলা: ঢাকা বিভাগে মোট সতেরটি জেলা। জেলা গুলো হল:

১.    ঢাকা
২.    গাজীপুর
৩.    নেত্রকোনা
৪.    এয়মনসিংহ
৫.    শেরপুর
৬.    জামালপুর
৭.    টাঙ্গাইল
৮.    কিশোরগঞ্জ
৯.    মানিকগঞ্জ
১০.    নরসিংদী
১১.    নারায়নগঞ্জ
১২.    মুন্সিগঞ্জ
১৩.    ফরিদপুর
১৪.    রাজবাড়ী
১৫.    গোপালগঞ্জ
১৬.    মাদারীপুর এবং
১৭.    শরীয়তপুর