আইসিসি ক্রিকেট কমিটির নতুন সভাপতি অনিল কুম্বলে

অনিল কুম্বলে
আইসিসি ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে সর্ব সম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন ভারতীয় কিংবদন্তী লেগস্পিনার অনিল কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজের প্রবাদ প্রতিম অধিনায়ক ক্লাইভ লয়েডের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

৪১ বছর বয়সী ভারতের সাবেক অধিনায়ক কুম্বলে ৬১৯টি টেস্ট ও ৩৩৭টি ওয়ানডে উইকেটের অধিকারী।

সাবেক খেলোয়াড়দের প্রতিনিধি হিসেবে মার্ক টেলরের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। সাবেক খেলোয়াড়দের আরেক প্রতিনিধি ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ তার মেয়াদ আর বাড়ানোর সিদ্ধান্ত নেয়ায় ইংল্যান্ডের সদ্য সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস তার স্থলাভিষিক্ত হচ্ছেন।

এক বিবৃতিতে আইসিসি সভাপতি অ্যালান আইজাক বলেন, “আইসিসি ক্রিকেট কমিটির সভাপতি হিসেবে ক্লাইভ লয়েডের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

“নতুন চেয়ারম্যান অনিল কুম্বলের অভিজ্ঞতা প্রশ্নাতীত। কেবল সাবেক খেলোয়াড়ই নয় ক্রিকেট প্রশাসক হিসেবেও তিনি সফল। আমার দৃঢ় বিশ্বাস তিনি ক্লাইভের ভালো কাজগুলোকে সামনের দিকে এগিয়ে নেবেন,” যোগ করেন তিনি।

No comments:

Post a Comment