২০১২ ‘টি ২০’ বিশ্বকাপের খোঁজখবর

বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয় কুড়ি ওভারের। এই বিশ্বকাপকে বলা হয় ‘টি-২০’ বিশ্বকাপ। ক্রিকেট বিশ্বকাপের সূচনা হয় ১৯৭৫ সালে, আর তখন থেকেই ওয়ানডে খেলার ভবিষ্যত নিয়ে ক্রিকেট মহলে দ্বন্দ ছিল। ধিরে ধিরে পরিবর্তন, সংশোধন হতে থাকে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের নিয়ম, এবং কাটতে থাকে দ্বন্দ। অবশেষে ২০০৭ সালে সূচনা হয় ‘টি-২০’ বিশ্বকাপের। প্রথম ‘টি-২০’ বিশ্বকাপে পাকিস্থানকে পাঁচ রানে হারিয়ে ‘টি-২০’ ইতিহাসে প্রথম ট্রফি হাতে তুলে নেয় ভারত। তার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রত্যেক দুই বছর পর পর অনুষ্ঠিত হয় এই অনন্য ‘টি-২০’ বিশ্বকাপ। ২০০৯ সালে ট্রফি জিতে নেয় পাকিস্থান, ২০১০ সালে ইংল্যান্ড। প্রসঙ্গত- ২০১০ এ ‘টি-২০’ চ্যাম্পিয়ন হয়ে প্রথম কোন আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
১৮ সেপ্টম্ব থেকে ৭ অক্টবর শ্রীরঙ্কায় বসেছে ২০১২ ‘টি-২০’ বিশ্বকাপের  আসর। এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে আইসিসির দশটি পূর্ণ সদস্য এবং দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। অ্যাসোসিয়েট দেশ হিসেবে খেলছে আফগানিস্থান এবং আয়ারল্যান্ড।

No comments:

Post a Comment