এডেলের গিনেজ ওয়ার্ল্ড বুকে রেকর্ড


কণ্ঠশিল্পী এডেল তার ‘২১’ অ্যালবামের জন্য একের পর এক পুরস্কার জিতছেন, আরও জিতছেন খেতাব। এই একটি অ্যালবাম দিয়েই এবার তিনি ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন। আর একসঙ্গে ৬টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়ে গিনেজ ওয়ার্ল্ড বুকেও রেকর্ড করেন তিনি। বছরের সেরা অ্যালবাম বিক্রির তালিকায়ও নাম এসেছে এডেলের। পাশাপাশি শীর্ষে ছিলেন টপ চার্টেও। টানা ৯ মাস টপ চার্টে ৫-এর মধ্যে এবং ৬ মাস টপ চার্টের একেবারে শীর্ষে অবস্থানেও রেকর্ড করেছেন তিনি। এবার এই একই অ্যালবামের সবচেয়ে জনপ্রিয় গান ‘রোলিং ইন দ্য ডিপ’ দিয়ে তিনি আরও একটি রেকর্ড করলেন এবং হলেন বছরের সেরা। সম্প্রতি এক জরিপে দেখা যায় যুক্তরাষ্ট্রের যতগুলো রেডিও চ্যানেল রয়েছে তার সবক’টিতেই সর্বাধিক গান প্রচার হয় এডেলের। তারা জানান, ২০১১ সালের সর্বাধিক প্রচারিত গান এটি। গত বছরের শেষ ছয় মাসে গানটি প্রচার হয় ১.৩৫ মিলিয়ন বার এবং আজ পর্যন্ত গানটি প্রচার হয় ২ মিলিয়ন বারেরও অধিক। আর সর্বাধিক প্রচার হওয়ায় এ বছরের সেরা ও সর্বাধিক রয়্যালিটিটিও যাচ্ছে তারই ঘরে। উল্লেখ্য, ১৯৮৪ সালে ‘ইটস মাই লাইফ’ গানটি এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সর্বাধিক প্রচারিত গান। যা প্রচার হয় ৩ মিলিয়ন বার।

No comments:

Post a Comment