Oct 2012 জবি’র মনোবিজ্ঞান বিভাগে ‘দ্বৈত্ব ভাবনার সঙ্গে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সর্ম্পক’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে  ‘দ্বৈত্ব ভাবনার সঙ্গে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার সর্ম্পক’ বিষয়ক (১১.১০.১২) সকাল ১০.৩০ টায় একটি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারটির আয়োজক অত্র বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে বাস্তবায়নাধীন উচ্চশিক্ষার মানন্নোয়ন প্রকল্প (হেকেপ) এর একটি সাব-প্রজেক্ট। 

 অত্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নতকোত্তর শ্রেণীর ছাত্র-ছাত্রী ও শিক্ষকগনের উপস্থিতিতে  অত্র বিভাগের সহকারী অধ্যাপক জনাব আকরাম উজ্জামান তার গবেষনায় দ্বৈত্ব ভাবনার সাথে ব্যক্তির শিক্ষাগত যোগ্যতার স্তরের সম্পর্কের বিষয়টি বিশদাকারে উপস্থাপন  করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও সাব-প্রজেক্ট ম্যানেজার জনাব ড. অশোক কুমার সাহা, সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী প্রক্টর জনাব ড. নূর মোহাম্মাদ। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী সাইফুদ্দীন, সহকারী অধ্যাপক শাহীনুজ্জামান, ফারজনা আহমেদ(১) ও প্রভাষক জনাব কিশোর কুমার রায় ও সামসাব আরফিন হিমি এবং বিশ্বদ্যিালয়ের অন্যান্য বিভাগের শিক্ষকগন।

No comments:

Post a Comment